কানাইঘাট লক্ষ্মীপ্রসাদ ইউপির চেয়ারম্যানের উপর হামলার চেষ্টার ঘটনায় প্রতিবাদ সমাবেশ

58

কানাইঘাট থেকে সংবাদদাতা :
গত রবিবার কানাইঘাট সড়কের বাজার এলাকায় রাজনৈতিক বিরোধের জের ধরে যুবলীগ নেতা আব্দুল ওদুদ দুদু এবং ১নং লক্ষ্মীপ্রসাদ পূর্ব ইউপির চেয়ারম্যান ডাক্তার ফয়েজ আহমদের মোটর সাইকেল পুড়িয়ে দেওয়ার ঘটনায় এখনো এলকায় উত্তেজনা বিরাজ করছে। তবে কানাইঘাট থানার অফিসার ইনচার্জ আব্দুল আউয়াল চৌধুরী জানিয়েছেন, সড়কের বাজার এলাকায় বর্তমানে আইন শৃঙ্খলা পরিস্থিতি শান্ত রয়েছে। এদিকে লক্ষ্মীপ্রসাদ ইউপির চেয়ারম্যান ফয়েজ আহমদের মোটর সাইকেল পুড়িয়ে দেওয়া সহ তার উপর হামলার চেষ্টাকারী দুর্বৃত্তদের অবিলম্বে চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গতকাল সোমবার বিকেল ৪টায় ইউপির মমতাজগঞ্জ বাজারে ইউনিয়নবাসীর উদ্যোগে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার শামছুদ্দিনের সভাপতিত্বে ও কামাল উদ্দিন, রেজাউল করিমের যৌথ পরিচালনায় সভায় বক্তব্য রাখেন, সমাজসেবী আব্দুর রব, মমতাজগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির লুৎফুর রহমান, এখলাছুর রহমান চৌধুরী, সাংবাদিক আব্দুর রব, ফজলুর রহমান, আলী আহমদ, হাফিজ মাওঃ কলিম উদ্দিন, আ’লীগ নেতা সাহেদ আহমদ, নাজিম উদ্দিন চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা শফিকুল হক চৌধুরী, সাবেক ইউপি সদস্য এবাদুর রহমান, আ’লীগ নেতা শফিকুল হক, লক্ষ্মীপ্রসাদ পূর্ব ইউপির ১নং ওয়ার্ডের সদস্য মাহতাব উদ্দিন, ২নং ওয়ার্ডের সদস্য বীর মুক্তিযোদ্ধা শামছুল হক, ৩নং ওয়ার্ডের সদস্য আব্দুল কাইয়ুম ৪নং ওয়ার্ডের সদস্য মস্তাক আহমদ, ৫নং ওয়ার্ডের সদস্য কুতুব উদ্দিন, ৬নং ওয়ার্ডের সদস্য ছয়েফ উদ্দিন, ৭নং ওয়ার্ডের সদস্য এবাদুর রহমান, মহিলা ইউপি সদস্যা সায়না বেগম, ছাত্রনেতা মোয়াজ্জেম হোসেন, তোফায়েল চৌধুরী, সাইওয়ান আহমদ, আশরাফুল আম্বিয়া, সাদিক প্রমুখ। সভায় বক্তারা বলেন, সম্প্রতি সড়কের বাজারে রাজনৈতিক ছত্রছায়ায় গুটি কয়েক সন্ত্রাসী ও দুর্বৃত্তরা একের পর এক আইন শৃঙ্খলা পরিপন্থী কর্মকান্ড চালিয়ে যাচ্ছে। তারা এলাকার জনসাধারণের সম্পদ বিনষ্ট ও নিরীহ লোকজনদের উপর হামলার মাধ্যমে অরাজকতা করে যাচ্ছে। তাদের হাত থেকে লক্ষ্মীপ্রসাদ পূর্ব ইউপির নিরীহ লোকজনও রেহাই পাচ্ছেন না। সর্বশেষ গত রবিবার ইউপি চেয়ারম্যান ফয়েজ আহমদের প্রাণনাশের চেষ্টা এবং তার মোটর সাইকেল পুড়িয়ে দিয়েছে চিহ্নিত সন্ত্রাসীরা। অবিলম্বে চেয়ারম্যানের উপর হামলাকারীদের চিহ্নিত করে গ্রেফতার করা না হলে লক্ষ্মীপ্রসাদ ইউনিয়নবাসী বৃহত্তর কর্মসূচী গ্রহণ করতে বাধ্য হবেন বলে বক্তারা হুঁশিয়ারী উচ্চারণ করেন।