ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পরীক্ষা ॥ হবিগঞ্জ পলিটেকনিক ইনষ্টিটিউট থেকে সিলেট পলিটেকনিক ইনষ্টিটিউটে আনার দাবিতে মানববন্ধন

72

Poli Taknical photo 25.11.14ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পরীক্ষা হবিগঞ্জ পলিটেকনিক ইনষ্টিটিউট থেকে সিলেট পলিটেকনিক ইনষ্টিটিউটে আনার দাবিতে গতকাল মঙ্গলবার কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে বিকাল ৪টায় আমরা বঞ্চিত ও ক্ষতিগ্রস্ত ছাত্র-ছাত্রী, শাহজালাল ইনষ্টিটিউট অব টেকনোলজি সিলেটস্থ এর উদ্যোগে মানববন্ধন কর্মসচী পালন করা হয়। মানববন্ধনে বক্তরা বলেন ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পরীক্ষা হবিগঞ্জে পলিটেকনিক ইনষ্টিটিউট নির্ধারিত করায় আমরা সিলেটস্থ পলিটেকনিকের ছাত্র-ছাত্রীরা হবিগঞ্জে গিয়ে পরীক্ষা দিতে হয় যার ফলে আমরা নানান সমস্যার সম্মুখীন হতে হয়। সড়ক দুর্ঘটনার সম্ভাবনা, অর্থনৈতিক সমস্যা, এসব বিষয়ে বিবেচনা করে এই পরীক্ষা সিলেটে দেওয়ার জন্য বক্তরা আহ্বান জানান। তা না হলে পরবর্তীতে কঠোর কর্মসূচী ঘোষণা করবেন বলে উল্লেখ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন টেকনিকের শিক্ষার্থীরা ফাহাদ আহমদ, জমিরুল হক, নাজমুস সাকিব, নাহিদ আহমদ, কাওছার আহমদ, নাছির উদ্দিন, জীবন আলম হাওলাদার, আমিনুল ইসলাম, হুমায়ুন কবীর, ইফতেখার হোসেন, আইনুল হক, আবুতহুর রিহাব, আবুল কাশেম, আইনুল হোসাইন, মুহিত আল মাহবুব, নুরজ্জামান খালেদ, সঞ্জয় রায়, রিপন, রাম রাজিব, রাজিব আহমদ, আলি হোসেন, মামুন শেখ, তাপস ঋষি, খালেদুজ্জামান প্রমুখ। বিজ্ঞপ্তি