কানাইঘাটে প্রবাসীর জমি থেকে ধান কেটে নিয়ে গেছে প্রতিপক্ষের লোকজন

53

কানাইঘাট থেকে সংবাদদাতা :
কানাইঘাট পৌরসভার বিষ্ণুপুর গ্রামের ক্ষেতের মাঠ থেকে গত রবিবার ভোরে এক সৌদি প্রবাসীর পৈত্রিক সূত্রে ভোগদখলীয় ২৫শতক খরিদা জমির আধাকাঁচা ধান কেটে নিয়ে গেছে গ্রামের প্রতিপক্ষের লোকজন। এ ঘটনায় জমির বর্গাচাষী বিষ্ণুপুর গ্রামের মৃত এবাদুর রহমানের পুত্র জামাল উদ্দিন (২৩) সোমবার বাদী হয়ে কানাইঘাট থানায় ধান কেটে নেওয়ার ঘটনায় একই গ্রামের ১১ জনকে আসামী করে একটি অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের প্রেক্ষিতে থানার এসআই কামাল হোসেন ঘটনাস্থল পরিদর্শন করে মামলার আসামী একই গ্রামের মোহাম্মদ আলী (৩৫) এর বাড়ী হতে প্রবাসীর জমি থেকে কেটে নেওয়া ধানের আটিগুলো জব্দ করে গ্রামের নূর উদ্দিন বটল মিয়ার জিম্মায় রেখেছেন। অভিযোগে জানা যায় সৌদি প্রবাসী কামাল উদ্দিনের পিতা মৃত হাবিবুর রহমান একই গ্রামের ফরজান আলী ও মোবারক আলীর উত্তরাধিকারীদের নিকট থেকে আনুমানিক ২০ বছর পূর্বে উক্ত ২৫ শতক জমি খরিদ করেন। এরপর থেকে জমি টুকু প্রবাসী কামাল উদ্দিন ভোগ দখল করে আসছেন। এ বছরও জমিতে ধান চাষ করেন প্রবাসীর বর্গাচাষী জামাল উদ্দিন বলে  স্থানীয় লোকজন জানিয়েছেন। সম্প্রতি বিষ্ণুপুর গ্রামের মোহাম্মদ আলী উক্ত ২৫ শতক জমি খরিদা সূত্রে মালিক দাবী করে রবিবার ভোরে জোরপূর্বক ভাবে ধান কেটে নিয়ে যান। বিবাদী মোহাম্মদ আলী জানান, ২০১৩ইং সনে তিনি উক্ত জমি উত্তরাধিকারসূত্রে মালিক বিষ্ণুপুর গ্রামের মৃত মজন আলীর মেয়ে রাহেনা খাতুনের কাছ থেকে দলিলমূলে খরিদ করে জমিতে ধান চাষ করেন এবং গত রবিবার পাকা ধান কাটেন।  জমির রেকর্ড ও নামজারী তার নামে রয়েছে। এদিকে দু পক্ষই জমি খন্ডটির নিজেদের দাবী করায় গ্রামে উত্তেজনা বিরাজ করছে।