স্টাফ রিপোর্টার :
কেন্দ্র ঘোষিত বিক্ষোভ কর্মসূচীর অংশ হিসেবে গতকাল রবিবার সিলেট মহানগর জামায়াত নগরীর আম্বরাখানায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। সমাবেশে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- মহানগর ভারপ্রাপ্ত সেক্রেটারী মাওলানা সোহেল আহমদ, মহানগর সহকারী সেক্রেটারী মোঃ শাহজাহান আলী, জামায়াত নেতা মুফতি আলী হায়দার, আব্দুল¬াহ আল মুনিম, মু. আজিজুল ইসলাম, ইসলামী ছাত্রশিবির সিলেট মহানগর সভাপতি মু. আব্দুর রাজ্জাক ও সেক্রেটারী মাশুক আহমদ প্রমুখ। মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে নেতৃবৃন্দ বলেন, জামায়াতের সহকারী সেক্রেটারী জেনারেল মু. কামারুজ্জামানসহ জামায়াতের শীর্ষ নেতৃবৃন্দকে হত্যার সরকারী ষড়যন্ত্রের ব্যাপারে জাতি সজাগ রয়েছে। কথিত মানবতাবিরোধী অপরাধের বিচারের নামে গঠিত ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে ইতোমধ্যে দেশ-বিদেশে প্রশ্ন উঠেছে। জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়নসহ বিভিন্ন আন্তর্জাতিক আইন ও মানবাধিকার সংগঠনগুলো মৃত্যুদন্ডাদেশ স্থগিত করার আহ্বান জানাচ্ছে। কিন্তু সরকার কোন কিছুর তোয়াক্কা না করে নিজ দলের কতিপয় সুবিধাভোগীদের দেয়া সাক্ষ্য ও তথ্যের উপর ভিত্তি করে একের পর এক জামায়াত নেতৃবৃন্দের বিরুদ্ধে মৃত্যুদন্ডের রায় প্রদান করছে। আপীল বিভাগের দেয়া দ্বিধা বিভক্ত রায়ের পূর্ণাঙ্গ কপি প্রকাশ করার পূর্বেই তড়িঘড়ি করে কামারুজ্জামানকে হত্যার সরকারী মহড়া প্রমাণ করে এই বিচার একটি বিরোধী রাজনৈতিক দলের বিরুদ্ধে আওয়ামী প্রতিহিংসার বিচার। এই রায়ের প্রতিবাদে জামায়াত কেন্দ্র আহূত ১০৮ ঘণ্টার স্বত:স্ফূর্ত হরতাল পালন করে দেশবাসী রায়কে প্রত্যাখ্যান করেছে। সরকারকে জনমতের প্রতি শ্রদ্ধাশীল হয়ে এই রায় বাতিল করে কামারুজ্জামান সহ সকল শীর্ষ নেতৃবৃন্দকে অবিলম্বে মুক্তি দিতে হবে।