দেশীয় চলচ্চিত্রের মান উন্নয়ন, দালালদের তৎপরতা থেকে রক্ষা ও প্রযোজক বা পরিবেশকের সাথে হল মালিকদের সরাসরি মার্কেটিং ব্যবস্থার দাবিতে এক মানব বন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার দুপুরে নগরীর তালতলায় সিনেমা পাগলা গ্র“প এর উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা বলেন, বাংলাদেশে মোট বুকিং এজেন্টের সংখ্যা প্রায় ১০০জনের মত। এর মধ্যে পুরো ইন্ডাস্ট্রি নিয়ন্ত্রণ করে ৭/৮জন। এদের কোন নির্দিষ্ট অফিস বা ঠিকানা নেই। অনেক বুকিং এজন্টের পরিবর্তে চাইলেই ব্যক্তিগত ইনভেস্ট ছাড়াই যে কেউ কমিশনের টাকা দিয়েই প্রযোজক বনে যেতে পারেন। প্রচলিত তিনটি পদ্ধতিতে পরিবেশনার কাজ চললেও এজেন্ট, প্রযোজক ও পরিবেশকের কাছ থেকে ১০% কমিশন নিয়ে থাকে বুকিং এজেন্টরা। ছবি বানানোর সময় এরা বধ্যতামূলক পরামর্শ দিয়ে থাতে তাদের পছন্দে নায়ক-নায়িকা কে হবেন, কয়টা ফাইট বা গান থাকবে, আইটেম গার্ল কে হবে, এমন কি পোষ্টার বানাতেও তাদের পরামর্শ নিতে হয়। অন্যথায় সিনেমা হল চালাতে বাধা সৃষ্টি করেন তারা। নতুর তরকাদের ক্ষেত্রে সিনেমা না চলবার অজুহাত দেখিয়ে উক্ত ছবিটি চালাতে অনিহা প্রকা করে তাদের পছন্দের তারকাদের দিয়ে ছবি বানাতে বাধ্য করেন এবং মোটা অংকের কমিশন হাতিয়ে নোয় তারা। এক্ষেত্রে নতুন তারকাদের নিয়ে ছবি বানাতে আগ্রহ হারিয়ে ফেলেন প্রযোজকরা। মানববন্ধনে সিনেমা পাগলা গ্র“প এর সিলেট বিভাগী আহবায়ক সুজিত দেব রায়ের সভাপতিত্বে ও সদস্য সচিব সন্দীপ রায়ের পরিচালনায় বক্তব্য রাখেন জাদবির আহমদ রিপন, সৌরজিৎ, জয় প্রতিক দাস, সঞ্জয়, জাকারিয়া ও সায়মন প্রমুখ। বিজ্ঞপ্তি