শান্তিগঞ্জ উপজেলার জমিয়তের কাউন্সিল সম্পন্ন

0

সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলায় ১২ দলীয় জোটের অন্তর্ভুক্ত জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কাউন্সিল এবং গণসংবর্ধনা অনুষ্ঠান ২২ নভেম্বর শুক্রবার বিকালে শান্তিগঞ্জ বাজারে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জমিয়তের কেন্দ্রীয় সিনিয়র সহ সভাপতি মাওলানা শহীদুল ইসলাম আনসারী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জমিয়তের কেন্দ্রীয় সহ সভপতি শায়েখ মাওলানা আব্দুশ শহীদ জামলাবাদী, সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা রশীদ বিন ওয়াক্কাস, সাংগঠনিক সম্পাদক মুফতি জাকির হোসাইন খান, সহকারী মহাসচিব ও জামালগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান হাফিজ রশীদ আহমদ, সহ সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান জিহাদী।
মাওলানা হুসাইন আহমদ এর সভাপতিত্বে ও এম. আব্দুল হাফিজ এর পরিচালনায় শান্তিগঞ্জ উপজেলা জমিয়তের কাউন্সিল অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন সুনামগঞ্জ-৩ আসনে আগামী জাতীয় সংসদ নির্বাচনে জমিয়ত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী জননেতা সৈয়দ তালহা আলম।
অনুষ্ঠানে প্রায় সহস্রাধিক কর্মী এবং সমর্থকদের উপস্থিতিতে প্রধান অতিথি সহ অতিথিবৃন্দ সুনামগঞ্জ জেলায় জমিয়তের গণজাগরণে তালহা আলমকে ধন্যবাদ জানান এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে তালহা আলমকে জমিয়তের প্রার্থী মনোনীত করেন। মুফতি জাকির হুসাইন খান বলেন, অতীতে বিএনপি জোট এই আসন জমিয়তকে দিয়েছে এবং আগামীতে জোট হলে বিএনপির কাছে এই আসন চাইবে জমিয়ত।
উল্লেখ্য তালহা আলম ১২ দলীয় জোটের মাধ্যমে বিএনপির সকল যুগপৎ আন্দোলনে সশরীরে ছিলেন এবং সুনামগঞ্জ-৩ আসনে জনতার চেয়ারম্যান নামে পরিচিত। তালহা আলম বলেন, অতীতের যে কোনো সময়ের চেয়ে জমিয়তের মুফতি ওয়াককাস অংশ জগন্নথপুর-শান্তিগঞ্জে আরো অনেক বেশী শক্তিশালী।
কাউন্সিল অধিবেশনে সর্বসম্মতিক্রমে মাওলানা হুসাইন আহমদকে সভাপতি এবং এম আব্দুল হাফিজকে সাধারণ সম্পাদক করে শান্তিগঞ্জ উপজেলা জমিয়তের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। বিজ্ঞপ্তি