সামাজিক সংস্কার বেগবান করতে ওসমানীনগরে উন্মুক্ত সভা

6

ওসমানীনগর প্রতিনিধি

ছাত্র জনতার আন্দোলনে আওয়ামী সরকার পতনের পর চলমান সামাজিক সংস্কার কার্যক্রম বেগমান করতে ওসমানীনগরে উন্মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ওসমানীনগর ছাত্র নাগরিক কর্মীদলের আয়োজনে বৃহস্পতিবার উপজেলার তাজপুর ইউনিয়নের কাজির গাঁও গ্রামে এই সভা অনুষ্ঠিত হয়। ছাত্র নাগরিক কর্মীদল নেতা রুমেল আহমদের সভাপতিত্বে ও মনিরুল ইসলাম সাকিবের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন, নাগরিক কর্মী মিনহাজুর রহমান মিঠু, আহমেদ আব্দুল্লা, নাসিম ইকবাল, আশরাফ মওলুদ চৌধুরী, শিব্বির আহমদ চৌধুরী, আকিক আহমদ, জিয়াউর রহমান, হাবিবুল হাসান নোমান, এরশাদ আহমদ, আবিদ আহমদ, সাইদুর রহমান, সুমন, রাইহানা হোসাইন রিয়ানা, মাহিমা সানজিদা শাহ প্রমুখ।
এসময় বক্তারা বলেন, ছাত্র জনতার আন্দোলনের মুখে ফ্যাসিস্টরা বিদায় নিয়েছে। দেশে যেন ফ্যাসিবাদ আর কোনোভাবে মাথাচাড়া দিতে না পারে সেই বিষয়ে সবাইকে নজর রাখতে হবে। যে ফ্যাসিবাদী ব্যবস্থা এরা কায়েম করে গেছে, সেটাকে আমরা বদল করতে পারি। তাই প্রয়োজন সামাজিক সংস্কার। সামাজিক সংস্কারের মাধ্যমে বদলে যাবে সমাজ। তাই চলমান সামাজিক সংস্কার আরো বেগবান করতে সবাইকে এগিয়ে আসতে হবে। সভায় উপজেলার ৮ ইউনিয়নের ছাত্র নাগরিক কর্মীদলের শতাধিক ছাত্র-ছাত্রীরাসহ স্থানীয় সমাজসেবীরা উপস্থিত ছিলেন।