শিক্ষার্থীদের বিপুল উচ্ছ¡াসের মধ্য দিয়ে উৎসাহ ব্যাঞ্জক পরিবেশে সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের উদ্যোগে ‘স্টুডেন্ট এক্সেলেন্স এওয়ার্ড’ প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মো. আশরাফুল আলম। তিনি তার বক্তব্যে বলেন, শ্রম, নিষ্ঠা এবং অধ্যাবসায় দিয়ে যেকোন স্বীকৃতি অর্জন সম্ভব। শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, আজকে এই অনুষ্ঠান শুধু পুরস্কারের নয়, এটি অধ্যবসায়, পরিশ্রম এবং স্বপ্নের এক অনন্য উদযাপন। বিশ্ববিদ্যালয়ের কাজ হচ্ছে, শিক্ষার্থীদের ভেতর প্রতিযোগিতামূলক মনোভাব তৈরি করে এগিয়ে যাওয়ার প্রেরণা সৃষ্টি করা। তিনি বলেন, অর্জনের আনন্দ যেন সামনের যাত্রাকে আরও মসৃন করে সেজন্য আরও বেশী জ্ঞানচর্চায় নিবিষ্ট থাকতে হবে। ইংরেজি বিভাগের প্রধান, সহযোগী অধ্যাপক প্রণবকান্তি দেবের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ প্রফেসর নিতাই চন্দ্র চন্দ। শিক্ষার্থী ও অতিথিদের স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক ও স্টুডেন্ট এক্সেলেন্স এওয়ার্ড কমিটির আহবায়ক স্বাতী রানী দেবনাথ। প্রভাষক আনামিকা সাহার উপস্থাপনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন নঈমা মাসুদ নীলা, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন খালেদ হোসেইন, ব্যবসায় প্রশাসন বিভাগের প্রধান ড. প্রণব কুমার সাহা, আইন বিভাগের সহযোগী অধ্যাপক মাহমুদুল হাসান খান এবং শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন জাকারিয়া আহমদ, তাইবা ফেরদৌসী মিম, দিনার মিয়া ও এসএসএস জুঁই। আলোচনা শেষে স্প্রিং ২০২৪ সেমিস্টারের জন্য ইংরেজি বিভাগের তৃতীয় বর্ষ প্রথম সেমিস্টারের শিক্ষার্থী জাকারিয়া আহমদ এবং দ্বিতীয় বর্ষ, প্রথম সেমিস্টারের শিক্ষার্থী তায়িবা ফেরদৌসী মিমের হাতে ‘স্টুডেন্ট এক্সেলেন্স এওয়ার্ড’ তুলে দেন অতিথিরা। শিক্ষার্থীদের ফলাফল এবং সহশিক্ষা কার্যক্রমে সক্রিয়তারসহ বেশ কিছু বিষয় বিবেচনায় নিয়ে এ এওয়ার্ড প্রদান করা হয়। ইংরেজি বিভাগের উদ্যোগে প্রথমবারের মতো আয়োজিত এ উদ্যোগে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেয়।