সিলেট জেলা আইনজীবী সমিতির নির্বাচন অনুষ্ঠিত

54

স্টাফ রিপোর্টার

শান্তি ও সৌহাদ্যপূর্ণ পরিবেশে সিলেট জেলা আইনজীবী সমিতির আসন্ন নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত এটানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে ২৩টি পদের বিপরীতে ৪০ জন প্রার্থী প্রতিদ্ব›িদ্বতা করেন। এবারের নির্বাচনে মোট ভোটার সংখ্যা ১৭৮৯ জন।
কার্যনির্বাহী কমিটির সদস্য পদসহ ২৩টি পদে প্রতিদ্ব›দ্বীতাকারী আইনজীবীবৃন্দরা হলেন-সভাপতি পদে অশোক পুরকায়স্থ, মোঃ সামছুল হক ও সরওয়ার আহমদ চৌধুরী (আবদাল), সহ-সভাপতি-১ পদে মোঃ জালাল উদ্দিন ও মোঃ আব্দুল হাই, সহ-সভাপতি-২ পদে মোহাম্মদ আব্দুল হান্নান ও মোঃ নুরুল আমিন, সাধারণ সম্পাদক পদে গোলাম ইয়াহ-ইয়া চৌধুরী (সুহেল), মোঃ জোবায়ের বখ্ত জুবের, যুগ্ম সম্পাদক-১ পদে মোঃ সালেহ আহমদ (হীরা), মোঃ তাজ রীহান (জামান) ও ইকবাল আহমদ, যুগ্ম সম্পাদক-২ পদে মাসুম আহমদ ও মোঃ তাহমিনুল ইসলাম খান, সমাজ বিষয়ক সম্পাদক পদে মোহাম্মদ মইনুল ইসলাম ও মোঃ সাইফুর রহমান খন্দকার (রানা), সহ-সমাজ বিষয়ক সম্পাদক পদে মোহাম্মদ কাদির আহমদ ও সুবল কান্তি পাল (এস.কে. পাল), লাইব্রেরি সম্পাদক পদে মোঃ মেহদি হাসান সজল ও হেনা বেগম, প্রধান নির্বাচন কমিশনার পদে প্রার্থীশূন্য, সহকারি নির্বাচন কমিশনারের ২টি পদে জামিল আহমদ ও এম. আব্দুল করিম আকবরী (বিনা প্রতিদ্বন্দীতায় বেসকারীভাবে নির্বাচিত), সহ সম্পাদকের ৩টি পদে মোঃ ওয়াজিহুদ্দিন তারিক, মোঃ নজরুল ইসলাম, মোঃ বদরুল আলম শিপন, মোঃ মোজাক্কির হোসেন ও হানিফ আহমদ, এছাড়াও সমিতির কার্যনির্বাহী কমিটির সদস্যের ১১টি পদে সন্ধ্যা লক্ষী দে, মোঃ আখতার হোসেন খান, মোঃ আব্দুল ওদুদ, মোঃ মখলিছুর রহমান, মোঃ আনোয়ার হোসেন, মোঃ আখতার বক্স (জাহাঙ্গীর), ড. দিলীপ কুমার দাস চৌধুরী, মোঃ আব্দুল খালিক, নোমান মাহমুদ, মোঃ গিয়াস উদ্দিন, মোঃ ওবায়দুর রহমান, রমেন্দু সিংহ চৌধুরী, রাজ উদ্দিন, মামুন আহমদ শিকদার ও আশিক উদ্দিন প্রতিদ্ব›িদ্বতা করছেন।