গোলটেবিল বৈঠকে বক্তারা : যেমন খুশি তেমন একটি নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে দেশ

51

 

একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করতে হলে রাজনৈতিক ঐকমত্য প্রয়োজন। একই সঙ্গে দেশের রাজনৈতিক স্থিতিশীলতার জন্য প্রকৃত রাজনীতিবিদদের ভ‚মিকা রাখতে হবে। না হলে দেশে আবারও একতরফা বা যেমন খুশি তেমন নির্বাচন হতে যাচ্ছে বলে মন্তব্য করেছেন সমাজের বিশিষ্টজনেরা। মঙ্গলবার সিলেটস্থ হোটেল মেট্রো ইন্টারন্যাশনাল এর হলরুমে দি হাঙ্গার প্রজেক্টের ভোটার সচেতনতা ও নাগরিক সক্রিয়তা প্রকল্পের আওতায় ‘সুষ্ঠু, নিরপেক্ষ ও প্রতিযোগিতামূলক নির্বাচনের পরিবেশ: প্রত্যাশা, বাস্তবতা ও করণীয়’ শীর্ষক এক গোলটেবিল বৈঠকে তাঁরা এসব কথা বলেন।
সুশাসনের জন্য নাগরিক সুজন সিলেট জেলা কমিটির সভাপতি ফারুক মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে ও দি হাঙ্গার প্রজেক্টর আঞ্চলিক সমন্বয়কারী মোজাম্মেল হক এর সঞ্চালনায় অনুষ্ঠিত গোলটেবিল বৈঠকে বক্তব্য রাখেন, হাওর বাঁচাও আন্দোলন সিলেট জেলা কমিটির আহŸায়ক বীর মুক্তিযোদ্ধা মহী উদ্দিন আহমদ, অ্যাডভোকেট মোঃ ফজলুল রহমান, সিলেট বিভাগ জনকল্যাণ সমিতির আহŸায়ক প্রিন্স বাহার চৌধুরব, সিনিয়র সাংবাদিক চৌধুরী দেলোয়ার জোসেন জিলান, বাংলাদেশ নবাধিকার বাস্থবায়ন সংস্থার বিভাগীয় প্রতিনিধি সৈয়দ আকরাম আল সাহান, দৈনিক খবরের কাগজ এর নিজস্ব প্রতিবেদক শাকিলা ববি, জিএসসি সিলেট চ্যাপ্টার এর কয়েছ আহমদ সাগর, ব্যবসায়ী নজরুল ইসলাম নজর, আহমানুল হক দিদার, দেলোয়ার আহমদ, ছাত্র নিশাত আরা এ্যাসি, মালমান ফারসি, নুসরাত জাহান, আশরাফ আহমদ, রুহেল তালুকদার, তাজকিয়া ফারহানা, সানজিদা ইসলাম তিথি, তামান্না আক্তার, হুসনা সিদ্দিকা, ফজলে রাব্বী প্রমূখ।
গোলটেবিল বৈঠকে বক্তারা বলেন, ‘একতরফা নির্বাচনের পথেই হাঁটছে দেশ। ‘বর্তমান সরকার জানুয়ারির মধ্যে নির্বাচন করতে বদ্ধপরিকর। এটি দিনের আলোর মতো পরিষ্কার যে আরেকটি একতরফা নির্বাচন হচ্ছে। এখন বিভিন্ন মহল থেকে সংলাপের কথা বলা হচ্ছে। আমরাও নাগরিক সমাজের থেকে রাজনৈতিক দলগুলোকে সংলাপের বসার আহŸান জানিয়ে আসছি। বর্তমান পরিস্থিতিতে বিরোধীরা চাইলেও নির্বাচন করতে পারবে না। কারণ, তাদের সব নেতাই এখন জেলে। এরই মধ্যে অনেকে আদালতে সাজা পেয়েছেন, আরও অনেকে পাবেন। অবস্থাদৃষ্টে মনে হচ্ছে, একতরফা নির্বাচনই আমাদের নিয়তি।’
তারা বলেন, এখন পর্যন্ত যারা সিলেট-১ আসনে বিভিন্নদল থেকে মনোনয়ন পেয়েছেন তারা ভোটারের ভোট পাওয়ার যোগ্য নন একটা তেলেসমাতির মাধ্যমে আওয়ামী লীগ প্রার্থীকে বিজয়ী করার নীলনকশক করা হচ্ছে। নির্বাচনকে নির্বাসন থেকে ফিরিয়ে আনতে এবং একটি অংশগ্রহণমূলক গ্রহনযোগ্য নির্বাচন আয়োজনে নির্বাচন কমিশনকেই দায়িত্ব নিতে হবে। বিজ্ঞপ্তি