কারো কথায় নয়, জনগণ যাকে চায় সে সরকার হবে : পরিকল্পনামন্ত্রী

3

মো. শাহজাহান মিয়া, জগন্নাথপুর
সরকারের পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান এমপি বলেছেন, সরকার দেশে কৃষি বিপ্লব ঘটাতে নানামুখি প্রকল্প বাস্তবায়ন করছে। এর মধ্যে জগন্নাথপুরে ১২৬ কোটি টাকা ব্যয়ে কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট প্রকল্পের ভিত্তি প্রস্থর স্থাপন করা হয়েছে। শেখ হাসিনার নেতৃত্বে সারা দেশে সকল উন্নয়ন কাজ এগিয়ে চলছে। আমরা আরো উন্নয়ন কাজ করতে চাই। এখন শুধু সময়ের টানাটানি পড়ে গেছে। আওয়ামীলীগ সরকার আবার ক্ষমতায় এলে সকল উন্নয়ন কাজের ধারা বজায় থাকবে। তাই দেশে উন্নয়ন চাইলে শেখ হাসিনার উপর আস্থা ও বিশ্বাস রাখুন। আগামী জাতীয় নির্বাচনে আবারো নৌকায় ভোট দিয়ে শেখ হাসিনা সরকারকে বিজয়ী করুন। তিনি বিএনপির উদ্দেশ্যে বলেন, তারা বিদেশিদের দাওয়াত দিয়ে এনে শুধু বিচার দেয়। এতে কাজ হবে না। কারো কথায় নয়, এ দেশের জনগণ যারে চায় সে সরকার হবে।
২৫ অক্টোবর বুধবার জগন্নাথপুর উপজেলার রাণীগঞ্জ ইউনিয়নের নারিকেলতলা এলাকায় কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট প্রকল্পের ভিত্তি প্রস্থর স্থাপন উদ্বোধন উপলক্ষে আয়োজিত আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।
রাণীগঞ্জ ইউপি চেয়ারম্যান শেখ ছদরুল ইসলামের সভাপতিত্বে ও কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট প্রকল্প পরিচালক ড. মো.শরীফুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ জেলা আ.লীগের উপদেষ্টা ও প্রবীণ রাজনীতিবিদ সিদ্দিক আহমদ, জগন্নাথপুর উপজেলা চেয়ারম্যান নুরুল ইসলাম, জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.সাজেদুল ইসলাম, জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান, জগন্নাথপুর উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, সাবেক সহ-সভাপতি আনহার মিয়া, আবদুল কাইয়ূম মশাহিদ, উপজেলা ভাইস চেয়ারম্যান আবুল হোসেন লালন, জগন্নাথপুর পৌরসভার প্যানেল মেয়র সাফরোজ ইসলাম মুন্না, সুনামগঞ্জ জেলা কৃষি উপ-পরিচালক বিমল চন্দ্র সোম, জগন্নাথপুর উপজেলা কৃষি কর্মকর্তা কাওসার আহমেদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা.মধু সুধন ধর, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) সোহরাব হোসেন, রাণীগঞ্জ ইউনিয়ন আ.লীগের সাবেক সভাপতি হাজী সুন্দর আলী, উপজেলা যুবলীগের সভাপতি কামাল উদ্দিন, পৌর আ.লীগের সাংগঠনিক সম্পাদক শশী কান্ত গোপ, সাবেক ইউপি সদস্য জুয়েল মিয়া, উপজেলা ছাত্রলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি কল্যাণ কান্তি রায় সানি, পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি শায়েক আহমদ প্রমূখ। সভায় বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ অংশ গ্রহণ করেন। এতে দোয়া পরিচালনা করেন মাওলানা জুবায়ের আহমদ। এর আগে উপজেলা কৃষি অধিদপ্তরের পক্ষ থেকে কৃষকদের মধ্যে বিভিন্ন রবি শস্যের বীজ ও সার বিতরণ করেন পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান।