কাজির বাজার ডেস্ক
অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের অনবরত হামলায় এখন পর্যন্ত ২ হাজার ৩৬০ জন শিশুর মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছে জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ। সংস্থাটির মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা অঞ্চলের পরিচালক অ্যাডেল খোদর বলেন, গাজা উপত্যকার পরিস্থিতি ক্রমেই অবনতি হচ্ছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়। গত ৭ অক্টোবর শনিবার ইসরায়েল ভ‚খÐে হামলা চালায় মুক্তিকামী ফিলিস্তিনিদের সশস্ত্র সংগঠন হামাস। হামাসের হামলার জবাবে পাল্টা রকেট ও বোমা হামলা করে ইসরায়েলের বাহিনী। গাজা উপত্যকার নাগরিকরা আতঙ্কে ঘর ছাড়তে শুরু করেন। এরই মধ্যে গাজা উপত্যকায় বিদ্যুৎসহ খাদ্য, পানি ও জ্বালানি সরবরাহও বন্ধ করে দিয়েছে ইসরায়েল। দুই পক্ষের পাল্টাপাল্টি হামলায় প্রাণ হারিয়েছে ছয় হাজারেরও বেশি মানুষ। যাদের বেশিরভাগই বেসামরিক।
অ্যাদেল বলেন, ‘গাজা উপত্যকার পরিস্থিতি আমাদের বিবেকের ওপর বড় আঘাত। সেখানে শিশুদের মৃত্যু ও আহতের সংখ্যা বিস্ময়কর।’ তিনি বলেন, গাজায় যতক্ষণ না উত্তেজনা কমবে, ত্রাণ যতক্ষণ না নিয়মিত হচ্ছে, এই মৃত্যু হার বেড়েই চলবে।
অবিলম্বে এই যুদ্ধ বন্ধের আহŸান জানিয়েছে ইউনিসেফ। তারা জানিয়েছে, প্রতিদিনই প্রায় ৪০০ শিশুর মৃত্যু হচ্ছে এই উপত্যকায়। এখন পর্যন্ত আহত শিশুর সংখ্যা ছাড়িয়েছে ৫ হাজার।
যারা বেঁচে যাচ্ছে, তাদের মানসিক চাপ তৈরি হচ্ছে। যুদ্ধের ভয়াবহ ক্ষত মনে নিয়ে বড় হতে হবে তাদের। গাজার প্রত্যেকটি শিশুই এখন যুদ্ধের ভয়াবহতার প্রত্যক্ষ শিকার বলে জানিয়েছে সংস্থাটি।