উপরোক্ত প্রতিপাদ্যের উপর গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে জেলা প্রশাসন ও বিএসটিআই, সিলেট এর যৌথ উদ্যোগে আজ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হবে। উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সিলেটের বিভাগীয় কমিশনার আবু আহমদ ছিদ্দীকী, এনডিসি, সভাপতিত্ব করবেন জেলা প্রশাসক শেখ রাসেল হাসান। আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সিলেট চেম্বারের সভাপতি তাহমিন আহমদ, ক্যাব, সিলেট এর সভাপতি জামিল চৌধুরী।
তথ্যবহুল এবং বাস্তবসম্মত একটি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন করবেন আরিফ আহাম্মদ, সহকারী অধ্যাপক, শাবিপ্রবি এবং স্বাগত বক্তব্য রাখবেন মোঃ লুৎফর রহমান, উপপরিচালক ও অফিস প্রধান, বিএসটিআই বিভাগীয় অফিস, সিলেট। উক্ত অনুষ্ঠানে বিএসটিআই বিভাগীয় অফিস, সিলেট এর কর্মকর্তা-কর্মচারিগণ, বিভিন্ন সরকারী-বেসরকারী, স্বায়ত্বশাসিত সংস্থার প্রতিনিধিবৃন্দ, বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ, ব্যবসায়ী নেতৃবৃন্দ, ক্যাব এর প্রতিনিধি এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত থাকবেন।