প্রাথমিকে সব ক্লাস এক শিফটে আনা হবে

48

কাজির বাজার ডেস্ক

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন বলেছেন, প্রাথমিক পর্যায়ের সব ক্লাস এক শিফটে আনা হবে। সেই সঙ্গে নতুন কারিকুলামে পড়াশোনা শুরু হবে। যাতে হাসিখুশির মাধ্যমে বাচ্চারা লেখাপড়া করতে পারে। এ কারণে তৃতীয় শ্রেণি পর্যন্ত পরীক্ষা তুলে দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার সকালে পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে তিনি এসব কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, করোনার সময় অনেক অভিভাবক সন্তানকে মাদ্রাসায় দিয়েছেন। এজন্য বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থী কমে গেছে। সকল প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল চালুর ব্যবস্থা নেওয়া হচ্ছে। বাচ্চাদের বিদ্যালয়মুখী করতে নতুন চিন্তাভাবনা করছি আমরা। পরে মন্ত্রী বিদ্যালয়ের মুজিব কর্ণার, শেখ রাসেল কর্ণার, রিসোর্স সেন্টারসহ বিভিন্ন শ্রেণিকক্ষ পরিদর্শন করেন।
এ সময় প্রাথমিক শিক্ষা বিভাগের রংপুর বিভাগীয় উপ-পরিচালক মুজাহিদুল ইসলাম, পঞ্চগড়ের অতিরিক্ত পুলিশ সুপার কনক কুমার দাস, জেলা শিক্ষা অফিসার আমিনুল ইসলাম মন্ডল, তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজলে রাব্বী, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান, তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু সাঈদ চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইয়াসিন আলী মন্ডল প্রমুখ উপস্থিত ছিলেন।