বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীকে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা পদে পদোন্নতি দেওয়ায় সিলেটে বিএনপি ও অঙ্গ সহযোগি সংগঠনের নেতাকর্মীদের মধ্যে আনন্দ উচ্ছ¡াস দেখা দিয়েছে। এ উপলক্ষ্যে নেতাকর্মীদের মধ্যে মিষ্টি বিতরণ ও বিশাল আনন্দ মিছিল বের করা হয়। শনিবার বিকেলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র চেয়ারপার্সনের উপদেষ্টা ও সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর কুমারপাড়াস্থ কার্যালয়ে নেতাকর্মী শুভাকাঙ্খিদের ভীড় জমে। এসময় একে অ্ন্যকে মিষ্টি খাওয়ান তারা। পরে জনতার মেয়র আরিফুল হক চৌধুরীকে চলমান ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনকে শানিত করতে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা নিয়োগ করায় দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল-সিলেট জেলা ও মহানগর শাখার উদ্দ্যোগে নগরে বিশাল আনন্দ মিছিল বের করা হয়। কুমারপাড়া থেকে বের হওয়া আনন্দ মিছিলটি সিলেট নগরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে নয়াসড়ক মাদানী চত্ত¡রে এসে শেষ হয়। একই দিন সকালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীকে পদোন্নতি দিয়ে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য করা হয়।
এদিকে পদোন্নতি পাওয়া বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী তাৎক্ষনিক প্রতিক্রিয়ায় বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত দেশের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দলের যে অবস্থানে থাকি না কেন, দলের আদর্শ বাস্তবায়নে নিজেকে সবসময় নিয়োজিত রাখতে চাই।
আরিফুল হক চৌধুরী বলেন, আমাকে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য হিসেবে পদোন্নতি দেয়ায় দেশ নেত্রী বেগম খালেদা জিয়া, তারুন্যের অহংকার বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম সহ কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের সকল নেতাকর্মীদের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। এবং প্রত্যয় ব্যক্ত করছি, দলের দেয়া দায়িত্ব পালনে পূর্বের ন্যায় নিজেকে সর্বাবস্থায় নিয়োজিত রাখবো।
এসময় উপস্থিত ছিলেন সিলেট মহানগর বিএনপ ‘র সাবেক যুগ্ম আহবায়ক ও সহ-সভাপতি সালেহ আহমদ খসরু, সিলেট জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক ইশতিয়াক আহমদ সিদ্দিকী, সিলেট মহানগর বিএনপির সাবেক সদস্য, আহবায়ক মাহবুব চৌধুরী, মহানগর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ও সাবেক সিসিক কাউন্সিলর দিনার খান হাসু, জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক বাদশা আহমদ, শ্রমিকদলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও শ্রমিকদলের সভাপতি সোরমান আলী, হবিগঞ্জ জেলা শ্রমিক দলের সভাপতি ইসলাম তফাদার তনু, জেলা বিএনপির উপদেষ্টা আব্দুস শুকুর, কৃষকদলের যুগ্ম আহবায়ক জহিরুল ইসলাম মখর, মহানগর তাতী দলের সাধারণ সম্পাদক ফয়জুল কয়েস, জেলা বিএনপির সাবেক স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক আমিনুল হক বেলাল, মহানগর তাতী দলের সিনিয়র সহ-সভাপতি তাজ উদ্দিন লিলু, সিলেট মহানগর তাতী দলের সাংগঠনিক সম্পাদক রায়হাদ বক্ত রাকু, মহানগর শ্রমিক দলের সভাপতি আ: আহাদ, জেলা শ্রমিক দলের সিনিয়র সভাপতি মাসুক এলাহী চৌধুরী, হকার্স দলের সভাপতি নুর ইসলাম, ট্রাক শ্রমিক ইউনিয়নের নেতা আলী আহমদ, মহানগর শ্রমিক দলের সাবেক সাধারন সম্পাদক মনজুরুল ইসলাম চৌধুরী লিটন, মহানগর শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক খোকন ইসলাম, জেলা শ্রমিক দলের সহ-সভাপতি, শাহ মুকিত, শ্রমিক দল নেতা অপু চৌধুরী, জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি নজরুল ইসলাম, মহানগর বিএনপি নেতা ইমতিয়াজ হোসেন আরাফাত, যুবদল নেতা গৌছুল আজম সুহিন, দক্ষিণ সুরমা ছাত্রদলের আহবায়ক মিজানুর রহমান, জেলা ছাত্রদলের সহ-সাধারন সম্পাদক রাসেল আহমদ, জেলা ছাত্রদলের সহ-সাধারন সম্পাদক সায়েম আহমদ, দপ্তর সম্পাদক খালেদুর রহমান সানি, মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য বিমল দেবনাথ, কাউছার হোসেন রকি, সোহেল আহমদ, হোসেইন খান ইমাদ, মহানগর ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক আকিরুল ইসলাম চৌধুরী জিসান, জেলা ছাত্রদলের সদস্য সাজ্জাদ আহমদ, শামীম আহমদ, তানভীর আহমদ, সদর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক নোমান আহমদ, বেসরকারী বিশ^বিদ্যালয় ছাত্রদললের যুগ্ম সম্পাদক আক্তারুজ্জামান জাবেদ, সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ছাত্রদলের সদস্য সচিব হোসাইন আহমদ, কুচাই ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সাকের আহমদ, ছাত্রদল নেতা আফসান আহমদ, মাহফুজ আহমদ, আল সাইমুম আহাদ, সজিব আহমদ, মোজাম্মেল হক রাহী, সাইফুল ইসলাম, আবু বক্কর, রাফি আহমদ, জেলা শ্রমিকদলের যুগ্ম সম্পাদক রুকুনুজ্জামান, সাংগঠনিক সম্পাদক নিজাম উদ্দিন, মহানগর শ্রমিক দললের যুগ্ম সম্পাদক, শফিকুল ইসলাম বাচ্চু, জেলা শ্রমিক দলের অর্থ সম্পাদক রুহুল আমিন, সদর বিএনপির অর্থ সম্পাদক মাসুক, বিএনপি নেতা সিরাজুল ইসলাম, নির্মান শ্রমিক ইউনিয়ন সিলেটের সভাপতি সালা উদ্দিন, জেলা শ্রমিকদল নেতা এস কে এ মালেক, বদরুল ইসলাম, মহানগর শ্রমিকদলেরসাংগঠনিক সম্পাদক হেলাল আহমদ, ১০ নম্বর ওয়ার্ড ছাত্রদলের যুগ্ম আহবায়ক হাবিবুর রহমান পারভেজ,, ৯নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য সচিব শাহরিয়ার হোসেন প্রমুখ।