নবীগঞ্জে কৃষক-কৃষাণীদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত

2

 

নিজস্ব প্রতিনিধি

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় প্রান্তিক অঞ্চলের কৃষক-কৃষাণীদেরকে কৃষির বিভিন্ন চাষাবাদ ও আধুনিক প্রযুক্তির ব্যবহারের প্রতি আগ্রহ বৃদ্ধি করা লক্ষ্যে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা কৃষি অফিসের প্রশিক্ষণ কক্ষে ২০২৩-২৩ অর্থবছরে অধুনিক প্রযুক্তির মাধ্যমে সিলেট অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণে অনাবাদি পতিত জমি আবাদের আওতায় নিয়ে আসা, শস্যের নিবিড়তা বৃদ্ধি করা, তেল ফসল বিশেষ করে সরিষা আবাদ বৃদ্ধি, আধুনিক কৃষি প্রযুক্তি ধানের জমিতে লাইন, লোগো, পার্চিং, সবজির জমিতে, সেক্স ফেরোমন ফাঁদ, জমিতে সুষম সার প্রয়োগ, পারিবারিক পুষ্টি বাগান স্থাপন, জমিতে জৈব সার বিশেষ করে ভার্মিকম্পোস্ট, ট্রাইকোকম্পোস্ট, কুইক কম্পোস্ট ইত্যাদির উৎপাদন কৌশল ও ব্যবহার বৃদ্ধি নিয়ে আলোচনা করা হয়। এছাড়া গ্রাফটিং, প্রæনিং, সেক্স ফেরোমন ফাঁদ, ইয়েলো স্টিকি ট্র্যাপ বিষয়ে ব্যবহারিক ক্লাস নেওয়া হয়।
প্রশিক্ষণ কর্মশালায় হবিগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ মো. নূরে আলম সিদ্দিকীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- সিলেট অঞ্চলের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মো. মোশাররফ হোসেন খান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হবিগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষণ কর্মকর্তা কৃষিবিদ মো. আশেক পারভেজ। বক্তব্য রাখেন- উপজেলা কৃষি কর্মকর্তা শেখ ফজলুল হক মনি।