কাজির বাজার ডেস্ক
পুলিশের বরখাস্ত উপ-মহাপরিদর্শক (ডিআইজি) মিজানুর রহমানের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় তিনটি ধারায় মোট ১৪ বছরের কারাদÐ দিয়েছেন আদালত। বুধবার ঢাকার বিশেষ জজ আদালত-৬ এর বিচারক মঞ্জুরুল ইমাম এ মামলার রায় ঘোষণা করেন।
এছাড়া বাকি তিন আসামির ৭ বছর করে কারাদÐ দিয়েছেন আদালত।
বাকি আসামিরা হলেন- মিজানের ছোটভাই মাহবুবুর রহমান ও তার ভাগনে মাহমুদুল হাসান ও ডিআইজি মিজানের স্ত্রী সোহেলিয়া আনার রতœা।
মামলার সূত্রে জানা যায়, ২০১৯ সালের ২৪ জুন দুদকের সমন্বিত জেলা কার্যালয়ে (ঢাকা-১) দুদকের পরিচালক মঞ্জুর মোর্শেদ বাদী হয়ে ডিআইজি মিজানসহ চার জনের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন। মামলায় আসামিদের বিরুদ্ধে ৩ কোটি ২৮ লাখ ৬৮ হাজার টাকার অবৈধ সম্পদ অর্জন এবং ৩ কোটি ৭ লাখ ৫ হাজার টাকার সম্পদের তথ্য গোপনের অভিযোগ আনা হয়। এরপর ২০২০ সালের ৩০ জানুয়ারি মামলার তদন্ত কর্মকর্তা দুদকের পরিচালক মঞ্জুর মোর্শেদ এ মামলার অভিযোগপত্র আদালতে দাখিল করেন। একই বছরের ২০ অক্টোবর আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে আনুষ্ঠানিক বিচার শুরু করেন আদালত।
উল্লেখ্য, এর আগে গত বছরের ২৩ ফেব্রæয়ারি অবৈধভাবে তথ্যপাচার ও ঘুষ লেনদেনের অভিযোগে পৃথক আরেক মামলায় ডিআইজি মিজানের তিন বছরের কারাদÐ দিয়েছিলেন আদালত।