সংসদে আইন করে কাদিয়ানীদের কাফির ঘোষণার দাবি

26

সিলেটে খতমে নবুয়ত মহাসমাবেশ

স্টাফ রিপোর্টার

সিলেটে ‘বিভাগীয় খমতে নবুয়ত মহাসমাবেশ’ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৭ মে) দুপুর ১২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত মহানগরের রেজিস্ট্রারি মাঠে অনুষ্ঠিত এ মহাসমাবেশে বক্তারা মহান জাতীয় সংসদে আইন পাস করে করে কাদিয়ানীদের কাফির ঘোষণার দাবি জানিয়েছেন। উলামা পরিষদ বাংলাদেশ নামের অরাজনৈতিক ধর্মীয় সংগঠনের ডাকে আয়োজিত এ মহাসমাবেশে অর্ধ লক্ষ মানুষের সমাগম ঘটে। দুপুরের আগে থেকেই বিভাগের বিভিন্ন স্থান থেকে গাড়ি নিয়ে মিছিল সহকারে ধর্মপ্রাণ মুসল্লি ও মাদরাসা শিক্ষার্থীরা মহাসমাবেশস্থলের দিকে ছুটে আসতে শুরু করেন। জোহরের নামাজের পর রেজিস্ট্রারি মাঠে আর তিল ধারণের জায়গা ছিল না। এক পর্যায়ে মাঠ উপচে একদিকে তলতলা পয়েন্ট ও অপরদিকে কামরান চত্বর পর্যন্ত লোকে লোকারণ্য হয়ে উঠে। জনস্রোত থেকে কিছুক্ষণ পরপর সেøাগান উঠে- নবীর পর নবী নাই- সংসদে আইন চাই’। বিকাল ৫টায় মুনাজাতের মধ্য দিয়ে মহাসমাবেশ শেষ হয়। আযাদ দ্বীনি এদারায়ে তা’লীম বাংলাদেশের সভাপতি ও উলামা পরিষদ বাংলাদেশ’র উপদেষ্টা মাওলানা শায়খ জিয়া উদ্দিনের সভাপতিত্বে বিভাগীয় খমতে নবুয়ত মহাসমাবেশে সম্মানিত অতিথির বক্তব্য রাখেন পূর্ব সিলেট আযাদ দ্বীনি আরবী মাদরাসা শিক্ষাবোর্ডের সভাপতি ও উলামা পরিষদ বাংলাদেশ’র উপদেষ্টা মাওলানা শায়খ আলিম উদ্দিন দুর্লভপুরী, বেফাকুল আরাবিয়া বাংলাদেশ’র সহ-সভাপতি ও উলামা পরিষদ বাংলাদেশ’র উপদেষ্টা মুফতি রশিদুর রহমান ফারুক বরুণা, উলামা পরিষদ বাংলাদেশ’র মাওলানা নুরুল ইসলাম ওলীপুরী ও মাওলানা শায়খ নুরুল ইসলাম খান সুনামগঞ্জী এবং সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, আসন্ন সিসিক নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী ও ইসলামী আন্দোলন মেয়র প্রার্থী হাফেজ মাওলানা মাহমুদুল হাসান প্রমুখ।