বাংলাদেশে মার্কিন নাগরিকদের সতর্ক থাকার পরামর্শ

2

 

কাজির বাজার ডেস্ক

বাংলাদেশে থাকা যুক্তরাষ্ট্রের নাগরিকদের সতর্কতার সঙ্গে চলাফেরা করার পরামর্শ দিয়েছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস। বাংলাদেশে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন আসন্ন নির্বাচনকে সামনে রেখে এ পরামর্শ দেওয়া হয়েছে। এই সময়ে তাদের বিক্ষোভ এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে দেশটির দূতাবাস। রবিবার “ডেমোনস্ট্রেশন অ্যালার্ট” শিরোনামে মার্কিন দূতাবাসের ওয়েবসাইটে দেওয়া সতর্কবার্তায় বলা হয়, ২০২৪ সালের জানুয়ারি বা তার আগে বাংলাদেশে জাতীয় নির্বাচন হবে। এ কারণে রাজনৈতিক কর্মসূচি ও বিক্ষোভ এখন বেশি দেখা যেতে পারে। সম্ভাব্য পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশে থাকা মার্কিন সব নাগরিককে আগাম সতর্কতা মেনে চলা উচিত বলে জানায় দূতাবাস। এ ধরনের বিক্ষোভ শান্তিপূর্ণ হওয়ার কথা থাকলেও এটি কখনও কখনও বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে। তাই মার্কিন নাগরিকদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। এতে মার্কিন নাগরিকদের প্রতি জনসমাগম ও বিক্ষোভ এড়িয়ে চলা, আশপাশের বিষয়ে সচেতন থাকা, স্থানীয় সংবাদমাধ্যম নিয়মিত দেখা, জরুরি যোগাযোগের জন্য সব সময় চার্জ করা মোবাইল সঙ্গে রাখা, পরামর্শ মেনে চলার অনুরোধ করা হয়।