সাবেক চেয়ারম্যান আলহাজ্ব শেখ মোঃ মকন মিয়ার জানাজা ও দাফন সম্পন্ন

109

স্টাফ রিপোর্টার

হাজার হাজার মানুষের উপস্থিতিতে সিলেটের বিশিষ্ট রাজনীতিবিদ ও সালিশী ব্যক্তিত্ব দক্ষিণ সুরমার কৃতি সন্তান মোল্লারগাঁও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব শেখ মোঃ মকন মিয়ার জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। গত রবিবার রাত ১১ টায় দক্ষিণ সুরমার কামালগঞ্জস্থ ঐতিহ্যবাহী মোহাম্মদ মকন উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে নামাজের জানাজা অনুষ্ঠিত হয়। এ সময় স্কুল মাঠে লোকজনের সংকুলান না হওয়ায় পাশ্ববর্তী বালুর মাঠ ও মকন দোকান রাস্তাসহ আশপাশের এলাকায় সর্বস্তরের মানুষ জানাযার নামাজে শরিক হন। নামাজের জানাজায় ইমামতি করেন হযরত মাওলানা হুসাম উদ্দিন চৌধুরী ফুলতলী।
জানাযায় সিলেটের বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও মাজার কেন্দ্রিক সংগঠনের নেতৃবৃন্দ ছাড়াও সাংবাদিক, আইনজীবী ও পেশাজীবী বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রবীণ এই রাজনীতিবীদদের জানাজায় সিলেটের বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধিবৃন্দ অংশ নেন।
জানাজায় বিশিষ্ট ব্যক্তিবর্গের মধ্যে উপস্থিত ছিলেন, সিলেটে-৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব, সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, আওয়ামী লীগের সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, সিলেট মহানগর আওয়ামীলীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক, দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান লোকমান হোসেন, দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আলহাজ্ব গোলাম হোসেন, ১ নং মোল্লারগাঁও ইউনিয়নের চেয়ারম্যান মো: মামুন খান, অলংকারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল হোসেন রুহেল, রামপাশা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আনোয়ার খান, সিলেট জেলা বিএনপির সভাপতি কাইয়ুম চৌধুরী, সাধারণ সম্পাদক এমরান আহমদ ও বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ’র মহাসচিব মুফতি একে এম মনোওর আলী, দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সভাপতি হাজী মোঃ শাহাবুদ্দিন, সাধারণ সম্পাদক কুহিনূর আহমদ, দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের সভাপতি চঞ্চল মাহমুদ ফুলর, সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক জুমান আহমদ, সিলাম ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ইকরাম হোসেন বখত, দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বদরুল ইসলাম প্রমুখ।
এরপর রাত সাড়ে ১১ টার দিকে মরহুম শেখ মো: মকন মিয়ার লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এ সময় দোয়া পরিচালনা করেন, গোয়ালগাঁও জামে মসজিদের সাবেক ইমাম মাওলানা আরশ আলী।