বোরো ধান চাষের… জানুয়ারি ১৭, ২০২৩ 59 Facebook Twitter Pinterest WhatsApp বোরো ধান চাষের জন্য আলাদা ভাবে চারা গাছ রোপন করতে হয় জমিতে। অনেকেই চারা চাষের ঝামেলা এড়াতে, চারা গাছ কিনেই চাষবাদ করেন। হবিগঞ্জের রুবেল মিয়া নিজের ১ বিঘা জমিতে ধানের চারা রোপন করেন, সব মিলিয়ে তার খরচ পরে ৮ হাজার টাকা। নিজের জমিতে রোপনের পরে অবশিষ্ট থাকা চারা গাছ বিক্রি করেছেন প্রায় ১০ হাজার টাকার। এতে নিজের চাহিদা পূরণ করেও লাভের মুখ দেখেন রুবেল মিয়া। ছবিটি হবিগঞ্জ সদর উপজেলার সুলতানশী গ্রাম থেকে তোলা। ছবি - মামুন হোসেন