ফেরদৌসী খানম রীনা :
শীতের হিম হিম ঠান্ডা
লাগে বড়ই মিষ্টি,
প্রকৃতির মাঝে শীতের আগমন
বিধাতার অপার সৃষ্টি।
শীতের তাজা শাক- সবজীর
হয় না তুলনা,
খেজুর রসের পিঠা -পায়েস
কেউ কখন ভোলেনা।
সূর্যি মামার হালকা রোদে
বসতে লাগে ভালো,
পূর্ণিমা রাতে চাঁদটাকেও যেন
বিলায় শুভ্র আলো।
শীত সকালে রসের পিঠা
কি যে মজাদার!!
খেয়ে তৃপ্তিতে মন ভরে
ছোট-বড় সবার।
পৌষ মাসের শীতের কথা
বলবো কি আর!!
শীত ফুরালেও শীতের কথা
মনে পড়ে বার বার।