আলিয়া মাদরাসা মাঠে বিএনপির বিভাগীয় গণসমাবেশ ইতিহাস সৃষ্টি করবে —–খন্দকার মুক্তাদির

9

বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, ১৯ নভেম্বর আলিয়া মাদরাসা মাঠের বিভাগীয় গণসমাবেশ ইতিহাস সৃষ্টি করবে। গণসমাবেশকে কেন্দ্র করে শুধু জাতীয়তাবাদী শক্তি নয়, গণতন্ত্রকামী সিলেটবাসীর মধ্যে প্রাণচাঞ্চল্যের সূচনা হয়েছে। সিলেটবাসী সকল বাধা বিপত্তি অতিক্রম করে গণসমাবেশ সফলে অধীর আগ্রহে অপেক্ষা করছে। তাই বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদেরকে গণসমাবেশ সফল করতে অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করতে হবে।
তিনি শনিবার সিলেট মহানগর ১০নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে নগরীর কানিশাইল এলাকাসহ বিভিন্ন স্থানে লিফলেট বিতরণকাল প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির সাবেক সভাপতি নাসিম হোসাইন, বিএনপি নেতা আলি হোসেন বাচ্চু, সাইদুর রহমান বুদুরি, শেখ মঈন উদ্দিন, ১০নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক সাব্বির আহমদ, ১২নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক দেওয়ান আরাফাত চৌধুরী জাকির, ৮নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক মিনহাজ পাঠান, জাসাস নেতা শামীম আহমদ প্রমূখ। এসময় মহানগর ও ১০নং ওয়ার্ড বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
২নং ওয়ার্ডে ড. এনামুল হক চৌধুরীর লিফলেট বিতরণ: এদিকে সিলেট বিভাগীয় সমাবেশ সফলের লক্ষ্যে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ড. মোহাম্মদ এনামুল হক চৌধুরীর নেতৃত্বে নগরীর ২নং ওয়ার্ডের লামাবাজার, জিন্দাবাজার, রিকাবীবাজার এলাকায় লিফলেট বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, সিলেট মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক কাউন্সিলার রেজাউল হাসান কয়েস লোদী, আহ্বায়ক কমিটির সদস্য কাউন্সিলার সৈয়দ তৌফিকুল ইসলাম হাদী, ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি বাবু নিহার রঞ্জন দে ও সাধারণ সম্পাদক মামুন ইবনে রাজ্জাক রাসেল প্রমুখ। এ সময় বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি