সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, বাংলাদেশে আজ খাদ্য সংকট, নিত্যপণ্যের দাম হুহু করে বৃদ্ধি পাচ্ছে। এর মূল কারণ হচ্ছে রিজার্ভ সংকট। নিত্যপণ্যের অনেক দ্রব্যই আমদানী নির্ভর, কিন্তু দেশে রিজার্ভের অভাবে ব্যাংকগুলো আমদানির জন্য এলসি খুলতে পারছে না। এই সরকার সর্বক্ষেত্রে ব্যর্থ হয়েছে, লুটপাট করেছে, টাকা পাচার করে বাংলাদেশকে দেউলিয়া করে ফেলেছে, ব্যাংক লুট করে ব্যাংককে দেউলিয়া করে ফেলেছে। আওয়ামী লীগ দেশকে চরম সংকটের দিকে ঠেলে দিয়েছে। সরকার দলের নেতারা যে পরিমাণ টাকা চুরি করেছে তা ফেরত আনতে পারলে দেশে অনেকগুলি বাজেট করা যাবে, রিজার্ভ সংকট থাকবে না। দেশের মানুষ এই অবস্থা থেকে মুক্তি চায়, এই সরকার থেকে দেশের মানুষ মুক্তি চায়। আমরা জানি, কোনো স্বৈরাচারী সরকার স্বেচ্ছায় ক্ষমতা ছাড়ে না। সেখানে প্রয়োজন হয় আন্দোলন-সংগ্রামের। তাই ঐক্যবদ্ধভাবে চূড়ান্ত আন্দোলনের মাধ্যমে এই ফ্যাসিস্ট সরকারকে ক্ষমতা থেকে বিতাড়িত করে দেশে জনগনের সরকার প্রতিষ্ঠা করতে হবে।
বুধবার বিকেলে আগামী ১৯ নভেম্বর সিলেটের জৈন্তাপুর বাজারে বিভাগীয় গণসমাবেশ সফল করতে জৈন্তাপুর উপজেলা বিএনপি আয়োজিত গণসংযোগ ও প্রচারপত্র বিতরণ শেষে সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জৈন্তাপুর উপজেলা বিএনপির সভাপতির সভাপতি আব্দুর রশিদ চেয়ারম্যানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল হাফিজ সঞ্চালনায় সভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী।
প্রধান বক্তার বক্তব্যে সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেন, আওয়ামী লীগ লাগামহীন লুটপাট আর দুর্নীতির কারণে জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। তারা দেশের মানুষেকে শান্তিতে বাঁচতেও দিচ্ছে না। তাই দেশের জনগন আজ বিএনপির নেতৃত্বে ঐক্যবদ্ধ। সারাদেশের ন্যায় আগামী ১৯ নভেম্বর সিলেট বিভাগীয় গণসমাবেশ সফলের মাধ্যমে এই ফ্যাসিস্ট সরকারকে চুড়ান্ত বার্তা দিতে হবে। সিলেটের বিভাগীয় গণসমাবেশ সফল করতে সবাইকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে।
এ সময় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- সিলেট জেলা বিএনপি নেতা এডভোকেট হাসান আহমদ পাটোয়ারী রিপন, জেলা বিএনপি নেতা শামীম আহমদ, সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মাহবুবুল হক চৌধুরী, জেলা বিএনপি নেতা কামরুল হাসান শাহীন, এডভোকেট আবু তাহের, এডভোকে সাঈদ আহমদ, জেলা স্বেচ্ছাসেবক দল নেতা আজিজুল হোসেন আজিজ, জেলা বিএনপি নেতা মাহবুব আলম, আহাদ চৌধুরী শামীম, নিজপাট ইউপি চেয়ারম্যান ইন্তাজ আলী, দরবস্ত ইউপি চেয়ারম্যান বাহারুল ইসলাম বাহার, বিএনপি নেতা আব্দুল আহাদ, মামুনুর রশিদ, আবুল কাশেম, গোলাম কুদ্দুস কামরুল, আব্দুল জলিল প্রমুখ। বিজ্ঞপ্তি