৭ নভেম্বর আনন্দ টাওয়ারস্থ এসএমসিসিআই এর কনফারেন্স হলে সিলেট এ্যাপার্টমেন্ট এন্ড রিয়েল এস্টেট গ্রুপ (সারেগ) এর উদ্যোগে বিভিন্ন মেটারিয়াল কোম্পানির সাথে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন সারেগ এস সভাপতি মাওলানা খায়রুল হোসাইন। পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে সভার কাজ শুরু করা হয়। শুরুতে মতবিনিময় সভার উপস্থিত সকল মেটারিয়াল কোম্পানির সাথে সারেগ-এর পরিচালকদের পরিচয় করিয়ে দেয়া হয়। সভায় স্বাগত বক্তব্য রাখেন সারেগের সাধারণ সম্পাদক দিলওয়ার হোসেন।
তিনি বলেন দীর্ঘ করোনা মহামারী মোকাবেলা করে যখন মানুষ স্বাভাবিক জীবনযাত্রা শুরু করে টিক তখনই রাশিয়া ইউক্রেন যুদ্ধের ফলে বিশ্বব্যাপী অস্থিরতা দেখা দিয়েছে। বিশ্বব্যাপী দেখা দিয়েছে অর্থনৈতিক মন্দাবস্থা। মেটেরিয়াল কোম্পানী ও রিয়েল এস্টেট ব্যবসা একে অপরের সহিত সম্পর্কিত। রিয়েল এস্টেট ব্যবসায় বিগত কয়েক বছর থেকে মন্দাবস্থা বিরাজ করছে। মেটেরিয়াল কোম্পানী ও রিয়েল এস্টেট ব্যবসায়ীদের পারস্পরিক সহযোগিতার মাধ্যমে এই সংকট থেকে উত্তরণে যথেষ্ট সহযোগিতা করবে। এর জন্য রিয়েল এস্টেট কোম্পানী ও মেটেরিয়াল কোম্পানীর বিভিন্ন পণ্য প্রদর্শনী ও মেলার আয়োজন করলে একটা ইতিবাচক সাড়া পাওয়া যেতে পারে। মেটেরিয়েল কোম্পানীর প্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন পাওয়ার টেক কোম্পানীর মো: জাহাঙ্গীর হোসেন হৃদয়, বিল্ডকম সিলেটের মো: আলাউদ্দিন, বিবিএস ক্যাবল লি: সিলেট এর মো: এবায়দুর রহমান, জে,এইচ,এম নাজমুল হুদা জাহাঙ্গীর, এশিয়ান পেইন্টস বাংলাদেশ লি: এর মো: ফেরদৌস রায়হান, ডিলাক্স পেইন্ট এর মো: রফিকুল ইসলাম, বার্জার পেইন্ট বিডি লি: এর মো: শামীম হাসান, চারু সিরামিক প্রা:লি: এর মো: সাদেকুর রহমান, গ্রেইট ওয়াল সিরামিক প্রা: লি: এর মো: সাদেকুর রহমান, ক্রাউন সিরামিক এর ইকবাল হোসেন, এনার্জি প্যাক এর ফিরোজ আহমদ, মান বাংলাদেশ লি: এর মো: শরিফুল ইসলাম ইঞ্জিনিয়ার, স্পা ইঞ্জিনিয়ারিং লি: এর তৌফিক আহমদ, খাদিম সিরামিক এর াফিসার মো: যুবায়ের আকরাম, সৈয়দ তারেক, কেএসআরএম এর মোকাম্মেল হোসাইন। সারেগেরে পক্ষে উপস্থিত ছিলেন সারেগের সাধারণ সম্পাদক দিলওয়ার হোসেন, অর্থ সম্পাদক তাজুল ইসলাম হাসান, পরিচালক মাওলানা খলিলুর রহমান, মো:আলমগীর হোসেন, নেহাল আহমদ। সারেগের পক্ষে বক্তব্য রাখেন, অর্থ সম্পাদক তাজুল ইসলাম হাসান, পরিচালক মাওলানা খলিলুর রহমান। মেটেরিয়াল কোম্পানীর পক্ষে বক্তব্য রাখেন, পাওয়ার টেক কোম্পানীর মো: জাহাঙ্গীর হোসেন হৃদয়, বিল্ডকম সিলেটের মো: আলাউদ্দিন, বিবিএস ক্যাবল লি: সিলেট এর মো: এবায়দুর রহমান, মান বাংলাদেশ লি: এর মো: শরিফুল ইসলাম ইঞ্জিনিয়ার, বার্জার পেইন্ট বিডি লি: এর মো: শামীম হাসান, এনার্জি প্যাক এর ফিরোজ আহমদ প্রমুখ। বিজ্ঞপ্তি