ফুটেছে লাল শাপলা

19
সিলেটের জৈন্তাপুর উপজেলার বাংলাদেশ-ভারত সীমান্তবর্তী মেঘালয় পাহাড়ের পাদদেশ লাল শাপলা বিল। মূলত ডিবি বিল, ইয়াম বিল, হরফকাট বিল, কেন্দ্রী বিল, এই চারটি বিলের প্রায় ৯০০ একর এলাকাজুড়ে লাল শাপলার ‘রাজ্য’। জৈন্তিয়ার রাজা বিজয় সিংহকে এই হাওরে নৌকা ডুবিয়ে মারা হয়েছিল। তার সমাধিস্থল ও তার স্মৃতি ধরে রাখতে নির্মিত ২০০ বছরের পুরনো একটি মন্দিরও রয়েছে লাল শাপলার বিলে। বিলের মধ্যে দেখা মেলে বালি হাঁস, পাতি সরালি, পানকৌড়ি, নীলকণ্ঠী, সাদা বক, জল ময়ূরসহ অসংখ্য প্রজাতির পাখির। মূলত অক্টোবর মাসের মাঝামাঝি ফুটে এই শাপলা যা প্রায় ডিসেম্বর মাস পর্যন্ত থাকে। শাপলা বিল ভ্রমণে প্রতি বছর দেশে বিভিন্ন প্রান্ত থেকে ভ্রমণ প্রেমীরা এখানে আসেন। ছবি শুক্রবার ভোরে তোলা। ছবি-মামুন হোসেন