মৌলভীবাজার থেকে সংবাদদাতা :
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অতিরিক্ত মূল্যে গ্রাস সিলিন্ডার বিক্রি ও লাইসেন্স নবায়ন না করাসহ বিভিন্ন অভিযোগে ২টি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভোক্তা অধিকার অধিদপ্তর।
গতকাল বুধবার দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আল-আমিনের নেতৃত্বে র্যাব-৯ ফোর্সের সহযোগিতায় শ্রীমঙ্গল উপজেলার বরুনা বাজার, চৌমুহনা, হাজীপুর রোড, হাজীগঞ্জ বাজারসহ বিভিন্ন জায়গা মনিটরিং ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়।
অভিযানে মেয়াদ উত্তীর্ণ খাদ্য পণ্য বিক্রয় করা, অতিরিক্ত দামে খাদ্য পণ্য, সয়াবিন তেল ও গ্যাস সিলিন্ডার বিক্রয় করা, লাইসেন্স নবায়ন না করাসহ বিভিন্ন অনিয়মের দায়ে বরুনা বাজারে অবস্থিত মেসার্স শাহজালাল মটরসকে ৩ হাজার টাকা, হাজীপুর রোডে অবস্থিত তালুকদার এন্টারপ্রাইজকে ৩ হাজার টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়। অভিযানে মোট ২টি প্রতিষ্ঠানকে সর্বমোট ৬ হাজার টাকা জরিমানা ও তা আদায় করা হয়।