সিলেট মেট্রোপলিটন পুলিশের এডিশনাল ডিআইজি ফয়সল মাহমুদ বলেছেন, মানবিক মূল্যবোধ সম্পন্ন মানুষ সমাজের সম্পদ। এ রকম মানুষ সবসময় সমাজের কল্যাণেই কাজ করে থাকেন। দুস্থ এবং অসহায় মানুষের জন্য তাদের উদ্যোগ প্রশংসার দাবি রাখে। আমাদের সবাইকে মানবকল্যাণে এগিয়ে আসতে হবে।
বাংলাদেশ ওয়েলফেয়ার এসোসিয়েশন এন্ড কমিউনিটি সেন্টার বুল্টন (ইউকে)-এর অর্থায়নে এবং চেতনা যুব পরিষদের সার্বিক সহযোগিতায় বন্যা পরবর্তী অসহায় মানুষদের জন্য নির্মিত ঘর উদ্বোধনে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।
চেতনা যুব পরিষদের সভাপতি ও যুক্তরাষ্ট্র প্রবাসী কমিউনিটি নেতা জুলকার নায়েনের সভাপতিত্বে আম্বরখানাস্থ বরকতিয়া মার্কেটে পরিষদের নিজস্ব কার্যালয়ে এই ঘর উদ্বোধন সম্পন্ন হয়।
চেতনা যুব পরিষদের সিনিয়র সহ সভাপতি রোটারিয়ান আবদুল মুহিত দিদারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বারোঠাকুরী ইউনিয়ন পরিষদের সদস্য ফয়সল আহমদ, বিশিষ্ট সমাজসেবী আব্দুল আজিজ, চেতনা যুব পরিষদের সহ সভাপতি আব্দুল হাসিব, সাংগঠনিক সম্পাদক ইসমত ইবনে ইসহাক, ধর্ম বিষয়ক সম্পাদক হাফিজ মাওলানা আমিন উদ্দিন, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মুফতি মাওলানা আহমদুল হক উমামা, সমাজসেবা সম্পাদক ডা: মো: মিসবাউল হক, হাসনুর রহমান, মঈন উদ্দিন, জাহেদুর রহমান, মস্তই মিয়া, তানভীর আহমদ প্রমুখ। শেষে বন্যা দুর্গতদের মাঝে নতুন ঘরের চাবি তুলে দেন অতিথিবৃন্দ। বিজ্ঞপ্তি