সেই মেয়েটি :
তীব্র ব্যথার ঢালে শুয়ে
স্মৃতিকথা বলি,
মুঠি-মুঠি, রেণু ছড়ায়
রমনীয় কলি।
নীলাভ আকাশ চাঁদ- জোছনা
নিদ্রাক্ষরণ রাতে,
নবজাতক কত কথা
তরুলতা সাথে।
আত্মারামে সোনালি চুল
হরিণ চক্ষু ভাসে,
ফুলের মতো উজ্জ্বল রং
কিশোরী এক হাসে।
সেই মেয়েটি শাঁখের
করাত তীর ভাঙানো ঢলে,
আঁজলা ভরে দুঃখ দিয়ে
সুখে থাকিস বলে।