সাম্যের কথা বলি :
জীবন ভরে মানব তরে
করলে কত হেলা,
হিংসা দ্বেষে নানান বেশে
খেললে পাশা খেলা!
দিবস রাতি চিত্ত মাতি
রইলে শত সুখে,
অন্ন তুলে দাও’নি ভুলে
অনাহারীর মুখে।
চাইছ মন্দ দ্বিধা-দ্বন্দ্ব
অসুখ তব প্রাণে,
করলে ক্ষতি খারাপ মতি
দ্রুত ধ্বংস আনে।
মানুষ রূপে রইলে চুপে
দম্ভ রেখে মনে,
ভালোর দিকে মন্দ ফিকে
মেকি সবার সনে।
কোন কারণে সুখ তাড়নে
এই জগতে এসে,
মানব ঘড়ি বন্ধ করি
প্রাণটা যাবে খসে!