নর্থ ইষ্ট মেডিকেল কলেজ ও হাসপাতাল কর্তৃপক্ষের উদ্যোগে সুনামগঞ্জের দিরাই থানার ভাটিপাড়া এলাকায় বুধবার ৬ শতাধিক বানভাসি মানুষকে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। নর্থ ইষ্ট মেডিকেল কলেজের অধ্যক্ষ ও হাসপাতালের এমডি অধ্যাপক ডাঃ শাহরিয়ার হোসেন চৌধুরীর দিক নির্দেশনায় একটি টিম এই সেবা প্রদান করে।
এর আগে মঙ্গলবার খাদ্য সহায়তার পাশাপাশি বন্যার্তদের প্রাথমিক স্বাস্থ্য সেবায় দুটি হেল্প লাইন চালু করে হাসপাতাল কর্তৃপক্ষ। নর্থ ইষ্ট মেডিকেল কলেজ ও হাসপাতালের বন্যার্তদের প্রাথমিক স্বাস্থ্য সেবা প্রদানের লক্ষ্যে গঠিত টিমের তত্তাবধায়ক মেডিসিন বিভাগের রেজিষ্টার ডাঃ তাহের উদ্দিন অন্যান্য চিকিৎসকদের নিয়ে ভাটিপাড়া এলাকার দিনভর বিভিন্ন আশ্রয়কেন্দ্রে গিয়ে অসুস্থ ব্যক্তিদের চিকিৎসা প্রদান ও ফ্রি ওষুধ বিতরণ করেন। বিজ্ঞপ্তি