কোম্পানীগঞ্জের পূর্ব ইসলামপুর ইউনিয়নে বন্যাদুর্গতদের মধ্যে সিলেট চেম্বারের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প

3

সিলেটে চলমান স্মরণকালের সবচেয়ে ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষগণের চিকিৎসার্থে দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র উদ্যোগে ২৫ জুন ২০২২ইং, শনিবার কোম্পানীগঞ্জের পূর্ব ইসলামপুর ইউনিয়নের ভাটরাই সরকারী প্রাথমিক বিদ্যালয় আশ্রয়কেন্দ্রে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালনা করা হয়। মেডিক্যাল ক্যাম্পের উদ্বোধনকালে সিলেট চেম্বারের সিনিয়র সহ সভাপতি ফালাহ উদ্দিন আলী আহমদ বলেন, সিলেটের ইতিহাসের ভয়াবহতম এ বন্যায় বন্যাদুর্গত এলাকার লোকজনের স্বাস্থ্যঝুঁকির কথা চিন্তা করে আমরা আশ্রয়কেন্দ্রগুলোতে ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালনা করছি। এ কর্মসূচির আওতায় গত ২৩ জুন বঙ্গবন্ধু হাই-টেক পার্ক আশ্রয়কেন্দ্রে মেডিকেল ক্যাম্প পরিচালনা করা হয়েছে। তিনি বন্যাদুর্গতদের সেবায় এগিয়ে আসার জন্য সকলকে উদাত্ত আহবান জানান এবং মেডিকেল ক্যাম্প পরিচালনায় নিয়োজিত চিকিৎসকবৃন্দ ও স্বেচ্ছাসেবকগণকে আন্তরিক ধন্যবাদ জানান। এ সময় উপস্থিত ছিলেন সিলেট চেম্বারের পরিচালক মুজিবুর রহমান মিন্টু, কাজী মোঃ মোস্তাফিজুর রহমান, ভাটরাই সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রণব রঞ্জন মোহন্ত এবং অবঃ প্রধান শিক্ষক মোঃ মহিউদ্দিন, সিলেট চেম্বারের সহকারী সচিব সানু উদ্দিন রুবেল, এক্সিকিউটিভ অফিসার মোঃ শাহআলম রাফি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং চিকিৎসা সেবায় নিয়োজিত চিকিৎসকবৃন্দ। বিজ্ঞপ্তি