সিলেট নগরী ও গোয়াইনঘাটে বন্যার্ত মানুষজনের মাঝে বিগত দিনের ন্যায় রবিবারও (২২ মে) মাঝে বিশুদ্ধ পানি সরবরাহ করেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিট।
জলাবদ্ধতার শিকার, পানিবন্দি নগরীর বিভিন্ন ওয়ার্ডের কয়েকটি এলাকায় ১০ হাজার লিটার এবং গোয়াইনঘাট উপজেলায় ১২ হাজার লিটার বিশুদ্ধ পানি বিতরণ করা হয়।
ওয়াশ অফিসার রাজ্জাক হোসেন এবং প্রোগ্রাম কোওর্ডিনেটর নাজিম খানের নেতৃত্বে ৪০জন স্বেচ্ছাসেবক এই কার্যক্রমে অংশগ্রহন করেন।
রেড ক্রিসেন্টের বিশুদ্ধ পানি সরবরাহ কার্যক্রমের ব্যাপারে ইউনিটের সেক্রটারি মোঃ আব্দুর রহমান জামিল বলেন, বন্যাদুর্গত এলাকায় খাদ্যের পাশাপাশি বিশুদ্ধ পানির চরম সংকট দেখা দেয়। যে পানি হচ্ছে বেঁচে থাকার প্রধান উপকরণ। রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিট সর্বদা দুর্যোগ-দুর্বিপাকে ভূমিকা পালন করে আসছে।
তিনি বন্যা কবলিত এলাকাসমূহে বিশুদ্ধ পানির প্রয়োজন দেখা দিলে রেড ক্রিসেন্ট সিলেট ইউনিটের হটলাইন নাম্বার ০১৭৩৪৬৩৩৫৫৫-তে যোগাযোগ করার আহবান জানান। বিজ্ঞপ্তি