স্টাফ রিপোর্টার :
সিলেটের আদালতে বিচারান্তে নিষ্পত্তিকৃত ৪৪টি মামলার আলামত ও নমুনা সংরক্ষণ করে ১৭টি বিচারাধীন মামলার আলামত পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। গতকাল রবিবার বিকেল সাড়ে ৩ টার দিকে সিলেট জেলা প্রশাসকের কার্যালয় চত্ত্বরের পরিত্যক্ত বিল্ডিংয়ের উত্তর পাশে সিলেট চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (২য় আদালত) মো: সুমন ভূইয়ার উপস্থিতিতে পুলিশ এই আলামতগুলো ধ্বংস করে।
এসএমপি পুলিশের প্রেসবিজ্ঞপ্তি থেকে জানা গেছে, চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেসীর আওতাধীন ৪৪টি বিচারান্তে নিষ্পত্তিকৃত মামলার আলামত এবং নমুনা সংরক্ষণ করে ১৭টি বিচারাধীন মামলার আলামত ধ্বংস করা হয়। যাতে ছিল গাঁজা ২০.৫০১ কেজি, চোলাই মদ ৪৪৭.২৫ লিটার, ফেনসিডিল ২৩৩ বোতল, বিদেশী মদ ০৮ বোতল, বিয়ার ২৩ বোতল, ইয়াবা ট্যাবলেট ২১৮ পিস, হেরোইন ৯৯ পুড়িয়া, নষ্ট ওরিও বিস্কুট ৩৮১৮টি প্যাকেট, নষ্ট পার্ক কাটবেরী বিস্কুট ৮২৭৫টি পিস, শেখ নাসির উদ্দিন বিড়ি ৯,০০ ৫০০টি শলা।