একে কুদরত পাশা সুনামগঞ্জ থেকে :
কালবৈশাখীর ঝড়ে দিরাই উপজেলার ভাটিপাড়া ইউনিয়নে ১ জন নিহত হয়েছে। ঝড়ে উপজেলায় ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। নিহত ব্যক্তি হলেন ইউনিয়নের উর্দ্বনপুর গ্রামের আব্দুল ওয়াহাব (৬৫)।
জানা যায়, মঙ্গলবার গভীর রাতে দিরাইর উপর দিয়ে কাল বৈশাখী ঝড় বয়ে যায়। এ সময় মানুষের ঘরবাড়ী, গাছ-পালা ও বিদ্যুৎ লাইনের ব্যাপক ক্ষতি হয়।
ঝড়ের সময় উর্দ্বনপুর গ্রামের আব্দুল ওয়াহাব এর ঘরের চাল উড়ে গেলে ভয়ে আব্দুল ওয়াহাব ও তার ছেলে হেলাল আহমেদ জ্ঞান হারিয়ে ফেলেন। ঘটনাস্থলে আব্দুল ওয়াহাব মারা যান। ছেলে হেলাল আহমেদকে প্রাথমিক চিকিৎসা দিলে সে সুস্থ হয়ে উঠে। আব্দুল ওয়াহাবের মৃত্যুতে শোকের ছায়া মেনে এসেছে গ্রামে।
দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম বলেন, ঘটনার পরপরই নিহত আব্দুল ওয়াহাবের পরিবারের সদস্যদের সাথে যোগাযোগ করেছি। বিষয়টি আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছি।
দিরাই উপজেলা পরিষদ চেয়ারম্যান মঞ্জুর আলম চৌধুরী জানান, এ ধরনের কোন সংবাদ আমার কাছে নেই।