স্টাফ রিপোর্টার :
সিলেটে অস্ত্র মামলায় ভারতীয় ২ নাগরিককে ১০ বছরের সশ্রম কারাদন্ড দিয়েছেন আদালত। দন্ডপ্রাপ্ত আসামীরা হচ্ছে- মহা ভারতের জয়াই ইথিয়াং থানার বটছড়া গ্রামের মৃত শ্রী রম’র পুত্র শ্রী তাও (৬৫) ও একই গ্রামের আলবানের পুত্র শ্রী ব্রাজিল (৪৯)। গত মঙ্গলবার সিলেটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৪র্থ আদালতের বিচারক শায়লা শারমীন এ রায় ঘোষণা করেন।
আদালত সূত্রে জানা গেছে, ২০২১ সালের এপ্রিল মাসে কানাইঘাট সীমান্তে বাংলাদেশের অভ্যন্তরে অস্ত্রসহ গ্রেফতার হয়েছিলেন এই ২ ভারতীয় নাগরিক। তাও ও ব্রাজিল কানাইঘাটের লক্ষীপ্রসাদ পূর্ব ইউনিয়নের বড়গ্রামে অবস্থানকালীন সময়ে বিজিবি করেছিল গ্রেফতার। তখন তাদের কাছ থেকে একনলা বন্দুক ও খাসিয়া দা’সহ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। বিজিবির নায়েক সুবেদার সাইফুল ইসলাম বাদী হয়ে কানাইঘাট থানায় মামলা দায়ের করেন। এই মামলার দীর্ঘ শুনানী শেষে গত মঙ্গলবার আদালতে ২ আসামী ভারতীয় নাগরিক তাও ও ব্রাজিলকে ১০ বছরের সশ্রমকারাদন্ড প্রদান করা হয়।
রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন এপিপি এড. মোহাম্মদ আব্দুছ ছাত্তার ও এড. বিনা ইয়াসমীন।