সুধীজনদের নিয়ে সিলেটে ইবনেসিনা হাসপাতালের ইফতার মাহফিল

17
ইবনেসিনা হাসপাতাল সিলেট লিঃ-এর উদ্যোগে ইফতার মাহফিলে সভাপতির বক্তব্য রাখছেন হাসপাতাল ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান মাওলানা হাবিবুর রহমান।

আইনজীবী, ব্যাংকার, সাংবাদিক, সরকারি-বেসরকারি ও এনজিও বিভিন্ন প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তাসহ সিলেটে সূধীজনদের নিয়ে গত সোমবার ইবনেসিনা হাসপাতাল সিলেটলিঃ এর ইফতার মাহফিল আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়। সিলেট মহানগরীর একটি অভিজাত কনভেনশন সেন্টারে সিলেটের বিশিষ্টজনদের নিয়ে এই ইফতার মাহফিল ছিল যেনো সিলেটবাসীর এক মিলন মেলা।
হাসপাতালের চেয়ারম্যান (এইচ.এম.সি) মাওলানা হাবিবুর রহমান এর সভাপতিত্বে এবং এজিএম এন্ড হেড অব মার্কেটিং মোহাম্মদ ওবায়দুল হক এর পরিচালনায় এ মহতি মাহফিলে বক্তব্য রাখেন- হাসপাতালের ডি.এম.এস কর্ণেল ডাঃ রুকনুল ইসলাম চৌধুরী (অবঃ) এবং পরিচালক ডাঃ মোদাব্বির হোসেইন।
সভাপতির বক্তব্যে মাওলানা হাবিবুর রহমান বলেন- আপনাদের স্বতস্ফূর্ত উপস্থিতিতে প্রমাণিত হয়েছে মানব সেবায় এই হাসপাতালের প্রতি আপনাদের ভালোবাসা ও সহমর্মিতা রয়েছে। আত্মশুদ্ধির এই মাস মাহে রমজান থেকে শিক্ষা নিয়ে আমরা সকলে রোগীদের সেবা প্রদানে আরো আন্তরিক হবো এবং তাকওয়া অর্জনের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি লাভে সচেষ্ট হবো।
উক্ত মাহফিলে পবিত্র মাহে রমজান শীর্ষক আলোচনা পেশ করেন নগরীর শাহজালাল জামেয়া ইসলামিয়া কামিল মাদরাসার প্রধান মুহাদ্দিস আল্লামা ইসহাক আল মাদানী ও ভার্থখলা জামেয়া নূরীয়া ইসলামিয়া মাদরাসার অধ্যক্ষ হাফিজ মাওলান ামজদুদ্দিন আহমদ।
মাহফিলে অন্যান্যদেও মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, হাসপাতালের সম্মানিত পরিচালক আব্দুল কাদির খান, সি.এম.ও মেজর ডাঃ আব্দুস সালাম চৌধুরী (অবঃ), ম্যানেজার (এডমিন) মোঃ জাকির হোসেন ও হাসপাতালের বিভিন্ন বিভাগের ইনচার্জগণ।
মাহফিলে দেশ ও জাতির কল্যাণ কামনা করে মোনাজাত পরিচালনা করেন প্রখ্যাত আলেমেদ্বীন শায়েখ ইসহাক আল মাদানী। বিজ্ঞপ্তি