জেলা সড়ক শ্রমিক ঐক্য পরিষদের জরুরী সভা ॥ রবিবার সিলেটে পরিবহন কর্মবিরতি পালনের আহ্বান

10

বিআরটিএ সিলেট অফিসের কর্মকর্তাদের দুর্নীতির প্রতিবাদে, এডি সানাউল হক ও রেকর্ড কিপার দেলোয়ারকে প্রত্যাহারের দাবিতে আগামী রবিবার সিলেটে পরিবহন শ্রমিক কর্মবিরতি ঘোষণা করা হয়েছে। রবিবারের পরিবহন কর্মবিরতি সফলের লক্ষ্যে বৃহস্পতিবার বিকেলে দক্ষিণ সুরমা বাবনা পয়েন্টস্থ জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন কার্যালয়ে সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক ঐক্য পরিষদ’র এক জরুরী সভা অনুষ্ঠিত হয়।
সড়ক পরিবহন শ্রমিক ঐক্য পরিষদের কার্যকরী সভাপতি, সিলেট জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি ও সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সহ-সাধারণ সম্পাদক হাজী ময়নুল ইসলামের সভাপতিত্বে, সিলেট জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক ও ঐক্য পরিষদের সাংগঠনিক সম্পাদক আলী আকবর রাজনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন, সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের আইন বিষয়ক সম্পাদক মোঃ জাকারিয়া আহমদ।
সভায় উপস্থিত ছিলেন, সিলেট জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের কার্যকরী সভাপতি রনু মিয়া, সিলেট জেলা ট্রাক পিকাপ কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক মো: আলী, সিলেট জেলা ট্রাংক লরি শ্রমিক ইউনিয়নের সভাপতি মনির আহমদ, সিলেট জেলা সিএনজি অটোরিক্সা শ্রমিক ইউনিয়ন (রেজি নং ৭০৭) এর সাধারণ সম্পাদক আজাদ মিয়া, সিলেট জেলা অটোরিক্সা অটো টেমপু (রেজি নং ২০৯৭) এর সভাপতি খলিল খান, কার্যকরী সভাপতি মতছির আলী, সিলেট জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সহ সাধারণ সম্পাদক মাহবুব মিয়া মবু, সাংগঠনিক সম্পাদক আবুল হাসনাত আবুল, কোষাধ্যক্ষ আব্দুস শহিদ, সদস্য আলাউদ্দিন আহমদ ও জসিম উদ্দিন প্রমুখ।
সভায় দক্ষিণ সুরমা মোগলা বাজার ট্রাক পিকাপ কাভার্ড ভ্যান শ্রমিক উপ কমিটির সহ সভাপতি মো জুমেল কাদির জুমেল সহ আরো ৬ টি বেসিক ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, আগামী ২৪ ঘন্টার মধ্যে বিআরটিএ সিলেটের দুর্নীতিবাজ কর্মকর্তা এডি সানাউল হক ও রেকর্ড রুমের কর্মচারী দেলোয়ারকে সিলেট থেকে প্রত্যাহার করতে হবে। এই দাবিতে রবিবার সকাল থেকে সিলেটে পরিবহন কর্মবিরতি পালন করা হবে। রবিবারের পরিবহন শ্রমিক কর্মবিরতি সফল করার জন্য সিলেটের সকল পরিবহন শ্রমিক ইউনিয়ন নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানানো হয়। বিজ্ঞপ্তি