কোম্পানীগঞ্জকে দুর্গত অঞ্চল ঘোষণা ও কৃষকদের ক্ষতিপূরণের ব্যবস্থা গ্রহণের জন্য স্মারকলিপি প্রদান

4
কোম্পানীগঞ্জ উপজেলাকে দুর্গত অঞ্চল ঘোষণা ও কৃষকদের ক্ষতিপূরণ এর ব্যবস্থা গ্রহণের জন্য স্মারকলিপি প্রদান করছেন কেন্দ্রীয় শ্রমিকলীগের কার্যনির্বাহী সদস্য ও সিলেট মহানগর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক নাজমুল আলম রোমেন সহ নেতৃবৃন্দ।

অকাল বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত সিলেট জেলার কোম্পানীগঞ্জ উপজেলাকে দুর্গত অঞ্চল ঘোষণা ও কৃষকদের ক্ষতিপূরণ এর ব্যবস্থা গ্রহণের জন্য কৃষি এবং ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয় বরাবরে (৫ এপ্রিল) মঙ্গলবার বেলা ২টায় কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা লুসি কান্ত হাজং এর মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য স্মারকলিপি প্রদান করেছেন কেন্দ্রীয় শ্রমিকলীগের কার্যনির্বাহী সদস্য ও সিলেট মহানগর শ্রমিকলীগের সাধারণ সম্পাদক, শ্রম আদালত সিলেট এর শ্রমিক প্রতিনিধি নাজমুল আলম রোমেন।
স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন, উত্তর রনিখাই ইউনিয়ন চেয়ারম্যান মাস্টার ফয়জুর রহমান, যুবনেতা তোফাজ্জল হোসেন, মেহদি হাসান জামাল, কোম্পানিগঞ্জ ছাত্র পরিষদ সাধারণ সম্পাদক সাংবাদিক সোহেল রানা, ছাত্রনেতা কামরুল আমিন রাজু, শাহ আলম সাধীন প্রমুখ। বিজ্ঞপ্তি