জাকিরুল চৌধুরী

18

মনের সুখে :

গাছের ডালে দুটি পাখি মনের সুখে গাইছে গান,
সেই পাখিটির একটি পাখির চলে গেলো প্রাণ।
এখন তো আর পাখি একটি পাখি গায় যেন গান,
তাদের মধ্যে মায়া ছিল একের জন্য একের টান।
সাথী হারা হয়ে পাখি এদিক ওদিক উড়ে ঘুরে,
সেই পাখিটি কাঁদে বলে আমায় ছেড়ে গেছে বহুদূরে।
হেথায় এখন যায় না দেখা পাখির দুটি জোড়া,
যে পাখিটি ছিল বেঁচে সেটি এখন হয়ে গেছে বুড়া।