ওসমানীনগরে বিএনপির সভা ॥ হাইব্রিড পকেট কমিটি বাতিলের দাবি

7

ওসমানীনগর থেকে সংবাদদাতা :
মনগড়া পকেট কমিটি বাতিল পূর্বক গণতন্ত্র পুন:উদ্ধারে দলের ত্যাগী নেতাদের মূল্যায়নের মাধ্যমে ওসমানীনগর উপজেলা বিএনপির কমিটির গঠনের দাবি জানিয়েছেন উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা। রবিবার বিকালে উপজেলার তাজপুর বাজারে উপজেলা বিএনপির ব্যানারে আয়োজিত সভায় শহিদ জিয়ার আদর্শ নীতির সুষ্ঠু বাস্তবায়নসহ সিলেটের কোটি মানুষের নেতা এম ইলিয়াস আলী সন্ধান আন্দোলনকে বেগবান করতে একটি স্বার্থনেষী মহল কর্তৃক হাইব্রিড নেতাদের নিয়ে গঠিত মনগড়া কমিটি বাতিলের দাবি জানানো হয়। উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সাইস্তা মিয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি প্রার্থী সৈয়দ এনামূল হক এনাম পির, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক পদপ্রার্থী ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো: গয়াছ মিয়া, যুগ্ম সম্পাদক পদপ্রার্থী সৈয়দ এনায়েত হোসেন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুর রব, পৈলনপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল আজিম, তাজপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল মালেক দুদু, উসমানপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মুক্তার আহমদ বকুল, সাবেক সাধারণ সম্পাদক মুজেফর মেম্বার, উপজেলা বিএনপির সাবেক শ্রম বিষয়ক সম্পাদক সাইস্তা মিয়া, উমরপুর ইউনিয়ন বিএনপির সাবেক সহসভাপতি দুলাল মিয়া, বিএনপি নেতা মুনির আহমদ, আবুল কালাম, রফিক আহমদ, আব্দুর নুর, আব্দুল মতিন,এলেমান মিয়া,সাজ্জাদুর রহমান প্রমুখ। সভায় বক্তারা বলেন, দিনের আওয়ামী লীগার রাতের বিএনপি হাইব্রিড নেতারা শহিদ জিয়ার আদর্শ ভুলে গিয়ে একনায়কতন্ত্র খায়েম করতে টাকার বিনিময়ে নিজেদের অনুসারীদের উপজেলা বিএনপিতে স্থান করে দিয়েছেন। বিএনপি নেতা উপজেলা চেয়ারম্যান মূয়নূল হক চৌধুরীসহ দলের কতিপয় চাটুকার নেতারা সরকার দলের দালালি করতে গিয়ে নির্বাচন নামীয় প্রহসনের নামে প্রকৃত ত্যাগী নেতাদের বাদ দিয়ে আর্থিক লেনদেনের মাধ্যমে একাধিক প্রবাসী ও অযোগ্য এবং হাইব্রিডদের উপজেলা বিএনপির কর্নধার বানিয়ে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনকে ধ্বংস করার ষড়যন্ত্রে মেতে উঠেছেন। যা বিএনপির গঠনতন্ত্র ও নীতি আদর্শ বিরোধী এবং দেশ নেত্রী বেগম খালেদা জিয়া ও দেশ নায়ক তারেক জিয়ার গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনের সাথে প্রতারণার সামিল। গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনসহ সিলেটের কোটি মানুষের নেতা এম ইলিয়াস আলী সন্ধান আন্দোলনকে বেগবান চাটুকার নেতাদের কর্তৃক গঠিত মনগড়া পকেট কমিটি বাতিল করে তৃণমূলের নেতা-কর্মীদের নিয়ে উপজেলা বিএনপির কমিটি গঠনের জন্য দলের হাইকমান্ডের প্রতি আহবান জানান তারা।