আমি গ্রামীণ জনপদকে শহরে পরিণত করতে চাই – পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান

6
জগন্নাথপুর উপজেলার রাণীগঞ্জ ইউনিয়নের ঘোষগাঁও উচ্চ বিদ্যালয়ের পাঠদানের অনুমতি পাওয়ায় পরিকল্পনামন্ত্রী এমএ মান্নানের সাথে কৃতজ্ঞতা প্রকাশ উপলক্ষে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখছেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান এমপি।

মো. শাহজাহান মিয়া জগন্নাথপুর থেকে :
পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় দেশের গ্রাম-গঞ্জের অবহেলিত অঞ্চলের মানুষের কল্যাণে কাজ করছে সরকার। বিশেষ করে নারীদের এগিয়ে নিতে আন্তরিকভাবে কাজ করছি। আমি শুধু কাজ আর কাজ চাই। শুধু উন্নয়ন কাজের কথা বলুন। অযথা সময় নষ্ট করা যাবে না। রাস্তাঘাট, স্কুল-কলেজ ও বিদ্যুৎ দিয়ে গ্রামীণ জনপদকে শহরে পরিণত করতে চাই।
তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে হলে সুশিক্ষার বিকল্প নেই। তাই তোমাদেরকে মনোযোগ সহকারে লেখাপড়া করতে হবে। মন্ত্রী জনতার উদ্দেশ্যে বলেন, উন্নয়ন কাজের ধারবাহিকতা রাখতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আবারো নৌকা প্রতীকে ভোট চাই। আপানারা বিবেক-বিবেচনা করে নৌকায় ভোট দিয়ে উন্নয়ন কাজ এগিয়ে নিতে সহযোগিতা করবেন।
৬ মার্চ রবিবার সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার রাণীগঞ্জ ইউনিয়নের ঘোষগাঁও উচ্চ বিদ্যালয়ের পাঠদানের অনুমতি পাওয়ায় পরিকল্পনামন্ত্রী এমএ মান্নানের সাথে কৃতজ্ঞতা প্রকাশ উপলক্ষে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।
এতে বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা নির্বাহী প্রকৌশলী (এলজিইডি) মাহবুব আলম, জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান আকমল হোসেন, জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজেদুল ইসলাম, জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান, যুক্তরাজ্যের টাওয়ার হ্যামলেটস এর সাবেক মেয়র গোলাম মর্তুজা, জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, সহ-সভাপতি আবদুল কাইয়ূম মশাহিদ, যুগ্ম-সম্পাদক লুৎফুর রহমান, জগন্নাথপুর উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী আবদুর রব সরকার, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) গোলাম সারোয়ার, রাণীগঞ্জ ইউপি চেয়ারম্যান শেখ ছদরুল ইসলাম, চিলাউড়া-হলদিপুর ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম বকুল, উপজেলা যুবলীগের সভাপতি কামাল উদ্দিন, জগন্নাথপুর পৌরসভার প্যানেল মেয়র সাফরোজ ইসলাম মুন্না, উপজেলা যুবলীগের সহ-সম্পাদক রমজান আলী ছানা, পৌর যুবলীগ নেতা সৈয়দ জিতু মিয়া, উপজেলা ছাত্রলীগের সভাপতি আবদুল মুকিত প্রমুখ। এ সময় দলীয় নেতাকর্মী সহ বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ ও শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
পরে জগন্নাথপুর উপজেলা এলজিইডি কর্তৃক বাস্তবায়িত ৪ কোটি ৬২ লাখ ৯২ হাজার ৬৫৯ টাকা ব্যয়ে ঘেষাগাঁও-টিয়ারগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় সড়ক, জগন্নাথপুর-শিবগঞ্জ সড়ক হতে ঘোষগাঁও টিয়ারগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় সড়ক, ইছগাঁও-রাণীগঞ্জ সড়ক ও শিবগঞ্জ-পাইলগাঁও ভায়া রমাপতিপুর সড়ক সহ নব-নির্মিত ৪টি সড়কের উদ্বোধন করেন পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান।