ছাদিকুর রহমান

13

দানবীয় মহামানব :

অনন্ত সম্ভাবনা যখন লুঠিয়ে পড়ে মাটিতে।
সবাই পারে না সেই মুহূর্তে হাসিতে।
যিনি পারেন তিনি মানুষ নন দানবীয় মহামানব।
এটাই তার জীবন কালের শ্রেষ্ঠ গৌরব।
অদ্ভুত দুনিয়ায় কেউ কারো নয়।
সবই মোহ মিথ্যা মায়া অকরুণ অসীম অপচয়।
নিজের বিশালতায় হও নিজে রাজা।
নিজেই সৈন্য সামন্ত নিজেই নিরীহ প্রজা।
তবে থাকবে না সেখানে ভয় পরাজয়ের
আনন্দ পাবে মন ভিতর বিজয়ের।