শায়েস্তাগঞ্জে গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

11

স্টাফ রিপোর্টার :
শায়েস্তাগঞ্জ এলাকা থেকে ২০ কেজিরও বেশী গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৯। গত বৃহস্পতিবার রাতে অলিপুর এলাকা থেকে একটি প্রাইভেট কারসহ তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হচ্ছে, কিশোরগঞ্জ জেলার মিঠামাইন থানার উড়িয়ন্দ গ্রামের মো: ছিদ্দিকুর রহমানের পুত্র মো: রিপন মিয়া (২৭), গোপালগঞ্জ জেলার মোকসুদপুর থানার বড় ভাটরা গ্রামের এসএম অহিদুজ্জামানের পুত্র এসএম তৌহিদুজ্জামান (৩০)।
র‌্যাব জানায়, র‌্যাব-৯, শ্রীমঙ্গল ক্যাম্প এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ২৪ ফেব্রুয়ারি বৃহস্পতিবার রাত সাড়ে ১২ টার দিকে হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ থানার অলিপুর এলাকায় অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী রিপন মিয়া ও এসএম তৌহিদুজ্জামানকে গ্রেফতার করে। এ সময় একটি প্রাইভেট কার তল্লাসী করে ২০ কেজি একশ’ গ্রাম গাঁজা উদ্ধার ও জব্দ করে র‌্যাব।
গ্রেফতারকৃত আসামীরা দীর্ঘদিন যাবৎ আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে অবৈধ মাদক গাঁজা বিভিন্ন জেলায় পরিবহন এবং ব্যবসা করে আসছিল। র‌্যাব-৯ এর আভিযানিক দল সু-কৌশলে বিভিন্ন পন্থা অবলম্বন করে গাঁজার চালান এবং প্রাইভেট কারসহ (রিপন মিয়া ও এসএম তৌহিদুজ্জামানকে গ্রেফতার করতে সক্ষম হয় এবং সুকৌশলে আরও একজন মাদক ব্যবসায়ী অভিযান টের পেয়ে পালিয়ে যায়।
র‌্যাবের জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানায়, বিভিন্ন কৌশল অবলম্বন করে তারা সীমান্ত এলাকা থেকে মাদক সংগ্রহ করে হবিগঞ্জসহ দেশের বিভিন্ন জেলায় অবৈধ মাদকের ব্যবসা করে আসছিল। এর আগেও তারা মাদকসহ আইন-শৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেফতার হয়। দেশের বিভিন্ন থানায় তাদের বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে বলে জানা যায়। উদ্ধারকৃত মাদকদ্রব্য এবং গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ মোতাবেক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানান এএসপি মিডিয়া অফিসার আফসান-আল-আলম।