জাফলংয়ে পর্যটন ব্যবসায়ীদের নিয়ে ট্যুরিস্ট পুলিশের সচেতনতমূলক সভা

10

গোয়াইনঘাট থেকে সংবাদদাতা :
গোয়াইনঘাট উপজেলার পর্যটনকেন্দ্র জাফলংয়ে ওমিক্রন ঠেকাতে ও স্বাস্থ্যবিধি মেনে ব্যবসা পরিচালনার জন্য ক্ষুদ্র পর্যটন ব্যবসায়ীদের সাথে ট্যুরিস্ট পুলিশের সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে জাফলংয়ের সংগ্রাম বিজিবি ক্যাম্প সংলগ্ন মরিয়ম রেস্টুরেন্টের সামনে পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ী, ট্যুরিস্ট গাইড, ফটোগ্রাফার, গাড়িচালক ও রেস্টুরেন্ট ব্যবসায়ীদের অংশগ্রহণে এ সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়।
সভায় পর্যটনেকন্দ্রের হোটেলগুলোতে পর্যটকদের জন্য স্বাস্থ্যসম্মত খাবার পরিবেশন, প্রতিটি খাবার হোটেলে মূল্য তালিকা সংযোজন এবং অতিথিদের সাথে সৌহার্দ্যপূর্ণ আচরণ করার জন্য ব্যবসায়ীদের প্রতি ট্যুরিস্ট পুলিশের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়। একই সঙ্গে স্থানীয় ফটোগ্রাফাররা যাতে পর্যটকদের কোনভাবে হয়রানী না করে তার জন্য সবাইকে আরও সচেতন হওয়ার পাশাপাশি নিজেদের স্বাস্থ্যবিধি মেনে চলা এবং পর্যটনকেন্দ্রে আসা পর্যটকদের মাস্ক পড়া এবং স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য উৎসাহিত করার আহ্বান জানানো হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাফলং ট্যুরিস্ট পুলিশের ইনচার্জ (ওসি) মো. রতন শেখ।
এ সময় উপস্থিত ছিলেন, জাফলং ট্যুরিস্ট পুলিশের এসআই কবির আহমেদ, গোয়াইনঘাট প্রেসক্লাবের অর্থ সম্পাদক মিনহাজ মির্জা, জাফলং ফটোগ্রাফার সমবায় সমিতির কার্যকরী কমিটির সদস্য ফারুক আহমেদ, স্থানীয় ব্যবসায়ী আশুক মিয়া, রমজান আলীসহ ফটোগ্রাফার, গাড়িচালক ও ব্যবসায়ীবৃন্দ।
জাফলং ট্যুরিস্ট পুলিশের ইনচার্জ মো.রতন শেখ বলেন, পর্যটনকেন্দ্র জাফলংয়ে ভ্রমণে এসে পর্যটকদের সর্বোচ্চ প্রাধান্য দিতে হবে। যাতে করে কোনভাবেই কোন দর্শনার্থী প্রতারণার শিকার না হন।
এই দিকটি বিবেচনা করে ব্যবসায়ীদের কঠোরভাবে সতর্ক করা হয়েছে। যাতে তাঁরা সরকারি নির্দেশনা মেনে নিজেদের ব্যবসা পরিচালনা করেন। পাশাপাশি ওমিক্রন ঠেকাতে সবাই যাতে স্বাস্থ্যবিধি ও মাস্ক ব্যবহার করেন সে বিষয়ে নির্দেশনা দেয়া হয়।