‘বাংলা ইশারা ভাষার প্রসার, শ্রবণ প্রতিবন্ধী ব্যক্তি অধিকার’ প্রতিবাদ্যকে সামনে রেখে সিলেটে বাংলা ইশারা ভাষা দিবস পালিত হয়েছে। সোমবার সকাল সাড়ে ১১টায় এ উপলক্ষে জেলা প্রশাসন, জেলা সমাজসেবা কার্যালয় ও প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র সিলেটের যৌথ উদ্যোগে সিলেটের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভায় আয়োজন করা হয়।
বিভাগীয় সমাজসেবা কার্যালয় সিলেট এর পরিচালক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ শহিদুল ইসলামের সভাপতিত্বে ও সমাজসেবা আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র সিলেট এর প্রভাষক সানজিদা সুলতানার সঞ্চালনায় এবং সরকারি বাক শ্রবণ প্রতিবন্ধী বিদ্যালয় শেখ ঘাট এর শিক্ষক আবু তাহের মো: ইবনে সাঈম খাঁন ইশারা ভাষা উপস্থাপনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ.এইচ.এম. মাহফুজুর রহমান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন- জেলা সমাজসেবা কার্যালয়, সিলেটএর উপ পরিচালক নিবাস রঞ্জন দাস, সিলেট জেলা পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার শেখ মুত্তাজুল ইসলাম, ডেপুটি বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সিলেট মহানগরীর সাবেক ডেপুটি কমান্ডার, প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র, সিলেট এর জেলা স্টিয়ারিং কমিটির সদস্য সাবেক কাউন্সিলর মো.আব্দুল খালিক।
শুরুতে স্বাগত বক্তব্য রাখেন-প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র সিলেট এর প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা সিদ্ধার্থ শংকর রায়। অতিথি হিসেবে বক্তব্য রাখেন-রহমানিয়া প্রতিবন্ধী কল্যাণ ফাউন্ডেশন সিলেট এর প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব আতাউর রহমান খান সামসু, গ্রীণ ডিজঅ্যাবল্ড ফাউন্ডেশন (জিডিএফ), সিলেট এর সভাপতি বায়েজিদ খান, সিলেট বধির সংঘের উপদেষ্টা ও দৈনিক সিলেটের ডাক এর সিনিয়র রিপোর্টার হাজী এম আহমদ আলী, সিলেট বাক-শ্রবণ প্রতিবন্ধী কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি ও বাসস এর সিলেট প্রতিনিধি মকসুদ আহমদ মকসুদ, সিলেট বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুরাইয়া নাসরিন। বাক শ্রবণ প্রতিবন্ধীদের পক্ষে বক্তব্য রাখেন- সিলেট বধির সংঘ সদস্য, মিনহাজ উদ্দিন খান রনি, বাক শ্রবণ প্রতিবন্ধী বিদ্যালয়ের সাবেক ছাত্র সাগর আহমেদ মিনহাজ প্রমুখ।
সভায় বাক শ্রবণ প্রতিবন্ধীদের অধিকার সুরক্ষা, উচ্চ শিক্ষাসহ চাকুরীর সুযোগ সৃষ্টির আহ্বান জানিয়ে বক্তারা বলেন, বাংলা ইশারা ভাষার প্রসার, শ্রবণ প্রতিবন্ধী ব্যক্তি অধিকার প্রতিষ্ঠায় সরকার কাজ করছে। বিজ্ঞপ্তি