গুজব আলী :
পাশের গ্রামের আলী চাচা
শুধুই গুজব ছড়ায়।
মানুষের মাঝে প্যাঁচ লাগিয়ে
ঝগরা সৃষ্টি করায়।
গুজব রটায় গুলির বেগে
যাচাই নাহি করে।
যা ঘটে তার দিগুন রটায়
মশলা তাড়কা মেরে।
সত্য মিথ্যার প্যাঁচ লাগিয়ে
গুজব নিত্য ঘটায়।
মানুষও ভাবে সত্যি বলেই
আলী এসব রটায়।
কী কারনে গুজব ছড়ায়?
কেও তা নাহি জানে।
স্বার্থের বশেই করে এসব
গ্রামের সবাই মানে।
মানুষকে সে অকারনেই
ফেলে গ্যাঁড়াকলে।
এই কারনে সবাই তাকে
গুজব আলী বলে।