নূপুর সংগীতালয়ের বর্ষপূর্তি উদযাপন

4
সিলেট নূপুর সংগীতালয়ের ৫০ বছর বর্ষ পূর্তি ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখছেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ¦ শফিকুর রহমান চৌধুরী।

বরেণ্য সংগীতজ্ঞ ও লেখক ওস্তাদ হোসেইন আলী প্রতিষ্ঠিত সিলেট নূপুর সংগীতালয়ের ৫০তম বর্ষপূর্তি ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী অনুষ্ঠান গত (৭ জানুয়ারি) শুক্রবার বিকেলে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে কর্মসূচির মধ্যে ছিল, পুষ্পাঞ্জলী অর্পন, আলোচনা সভা, নুপুর তারকাদের মধ্যে পুরস্কার প্রদান ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক এমপি আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী।
অনুষ্ঠান উদযাপন কমিটির আহবায়ক রোটারিয়ান ড. আর কে ধর এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক গীতি কবি শামসুল আলম সেলিম, বিশিষ্ট মানবাধিকার ব্যক্তিত্ব মো. দেলোয়ার হোসেন খান, সিলেট প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি বিশিষ্ট সাংবাদিক এম এ হান্নান, সিলেট নূপুর সংগীতালয়ের সভাপতি এডভোকেট ড. দিলীপ কুমার দাশ চৌধুরী, সিলেট জর্জ কোর্টের এপিপি এডভোকেট মামুনুর রশিদ। স্বাগত বক্তব্য রাখেন সিলেট নূপুর সংগীতালয়ের পরিচালক কন্ঠ শিল্পী তুহিন আহমেদ।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব স্বপন কান্তি দাস, সিলেট জেলা পরিষদের ষাঁট লিপিকার রোটারিয়ান এ কে এম কামারুজ্জামান মাসুম, আওয়ামী লীগ নেতা হেলাল আহমদ, সময় দর্পণ এর সম্পাদক আসাদুল হক আসাদ, মিডিয়া ব্যক্তিত্ব কবি জুবায়ের আহমদ সার্জন, খালেদ জাহান চৌধুরী, কয়েছ আহমদ, মামুন হাসান ও গাংচিল বেতার শ্রুতা ক্লাবের সভাপতি শিল্পী কামরুন্নেছা সায়মা, সাংস্কৃতিক ব্যক্তিত্ব আহমদ আলী সুহেল প্রমুখ।
অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন সিলেট বিভাগে নির্বাচিত নূপুর সংগীত তারকাবৃন্দ, বিশিষ্ট বাউল শিল্পী বশির উদ্দিন সরকার, বাউল শিল্পী আব্দুল খালিক, আব্দুস ছাত্তার, বেতার শিল্পী ধীরজিৎ সিংহ, বাউল সেজু সরকার, জালালী মুনতাহা সরকার, অনোয়ারা সরকার, শিল্পী মাছুম সরকার, মাহবুবা আক্তার ঝুমু, মৌমিতা আক্তার মৌ, বাউল শিল্পী মঞ্জিল আহমদ আমিরি ও শিল্পী সংগীতা নাথ, গীতি কবি শিল্পী এম এ কাশেম সরকার, মো. ফেরদৌস মিয়া প্রমুখ। বিজ্ঞপ্তি