ভগ্নাংশের পূর্ণিমা

11

সাহেব মাহমুদ :

চোখের পাড়ায় কিছু অভাব, কিছু বিষাদ বুনন।
কোন- কোন রাত খুব দীর্ঘ হয়, শূন্যতার মৌমাছিরা উড়ে যায় ভগ্নাংশের পূর্ণিমার দিকে।

তৃষিত হৃদয়ে ব্যথার নিগূঢ় স্মৃতিগুলো পাখা ঝাপটায় উজান প্রহরে জীবনকে ভালোবেসে।
ঘোলা আরশিতে ভেসে উঠে শৈশবের উচ্ছ্বল তন্ময় দিনগুলো।

চোখে যদি চোখ রাখো দেখতে পাবে নদী কাহিনী,
বিশাল অনাবাদি বালিয়াড়ি ছবি,
গ্রাস করে আছে বুকের অযুত ঐশ্বর্যকে।

দুয়ারে নাইওরী নৌকা, নক্ষত্রেরা সব কোথায় পালিয়ে যায়,
আশার আর্তি টুপটাপ ঝরে পড়ে জল হয়ে,
আপন সত্বায় গত আর আগত দ্বন্দ্বে।