সিলেট বিভাগে বিনিয়োগ সম্প্রসারণের লক্ষ্যে সিলেট উইমেন চেম্বারের আয়োজনে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ, বিভাগীয় কার্য্যালয় সিলেট এর সহযোগিতায় বিনিয়োগ বৃদ্ধি করণ সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ১১ নভেম্বর বিকাল ৩ টায় সিলেট উইমেন চেম্বারের আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সিলেট উইমেন চেম্বারের সভাপতিত্বে স্বর্ণলতা রায়ের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ, সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক জুলিয়া জেসমিন মিলি (উপসচিব), বিশেষ অতিথি ছিলেন মুয়াম্মির হোসেন চৌধুরী পরিচালক সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স। শাহ দিদারুল আলম চৌধুরী নবেল ব্যুরোচিফ, সিলেট বাংলাদেশ প্রতিদিন।
উইমেন চেম্বারের সহ সভাপতি লুবানা ইয়াসমিনের সঞ্চালনায় বিনিযোগ উন্নয়ন কর্তৃপক্ষের কার্যক্রম সংক্রান্ত সার্বিক বিষয়ে প্রেজেনটেশন প্রদান করেন সমীর বিশ্বাস, উপ পরিচালক বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ, বিভাগীয় কার্য্যালয় সিলেট।
সভায় প্রধান অতিথি বলেন বাংলাদেশের উন্নয়নের গতিধারা অব্যাহত রাখতে বিনিয়োগের কোনো বিকল্প নেই। প্রধানমন্ত্রী নারী উদ্যোক্তাদের এগিয়ে নিতে ও সকল ক্ষেত্রে নারীর অবস্থান সুনিশ্চিত করণে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা প্রদান করছেন। তাই সিলেটের নারী উদ্যোক্তাদের আরো বেশি কর্ম উদ্যোগী হওয়া সর্বোপরি বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের সহযোগিতা নিয়ে উৎপাদনমুখী শিল্পপ্রতিষঠান গড়ে তোলার আহবান জানান। তিনি বিনিয়োগ সংক্রান্ত বিষয়ে উদ্যোক্তাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
উইমেন চেম্বারের পরিচালক রাবেয়া আক্তার রিয়া, ওয়াহিদা আখলাক,তাসমিন আক্তার, নাসরিন বেগম, সদস্য নাসিমা বেগ, আম্বিয়া খাতুন, জান্নাতুল ফেরদৌস, রেশমা, শিউলি বেগম, স্বপ্না বেগম, সালসাবিল মাহবুব কান্তা সহ প্রায় অর্ধ শতাধিক নারী উদ্যোক্তা মতবিনিময় অংশগ্রহন করেন। বিজ্ঞপ্তি